Friday, 26 February 2021

নিজের উপর ভরসা

 আমার ভালো টা দেখে যখন অন্যরা হিংসা করে তখন নিজেকে খুব ভীতু মনে হয়, কিন্তু আমি আর অন্যের কথায় বিশ্বাস করবো না নিজের উপর ভরসা রাখবো।আমি ভালো কাজ করলে ভালো ফল নিশ্চয় পাবো আমার বিশ্বাস আর যারা হিংসা করে আমায় দেখে তারা সারাজীবন পিছনে পরে থাকবে আর আমি এগিয়ে যাবো আমার নিজের উপর ভরসা করেই।