কোথায় যেন যাচ্ছি সেই পাহাড় থেকে নিচে নেমে একটা দোকানেএকটা মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল, তাকে দেখতেই কেমন যেন গান করতে ইচ্ছে হলো সেই মেয়েটা আমাকে দেখে কেমন রেগে গেলো তারপর আমি যেখানে যাবো সেও সেখানেই যাচ্ছিল ও আগে আমি পরে,তারপর কিছু মানুষ তাকে ডিস্টার্ব করছিল তার দিকে বাজে ভাবে দেখছিল সে অপ্রস্তুত হয়ে পড়েছিল, জানি না যেতে যেতে আমরা একটা ভাঙা বাড়ির মধ্যে চলে যাচ্ছিলাম ,প্রথমে বুঝতে পারিনি কেমন জায়গা পড়ে বুঝতে পারলাম ওটা একটা লাভার্স পয়েন্ট 😇🥰অনেক কাপল রা গল্প করছে প্রেম করছে আর এমন একটা জায়গায় আমি একটা গান জুড়ে দিলাম🤩আর আমি নিজেই জানিনা এতো ভালো গান টা পুরো একটা গায়কের মতো করছিলাম,,আমি নিজেই অবাক হয়ে গেলাম!,😱
তারপর জানিনা আমার বন্ধুরা আসলো যদিও তাদের একজনকে ও আমি চিনিনা কিন্তু আমার খুব ভালো বন্ধু আমার তারা এসে আমাকে ওই মেয়ে টাকে আমার ভালো লাগার কথা টা বলার জন্য সাহস দিলো কিন্তু কি আশ্চর্য মেয়েটা আমার গান শুনেই আমাকে পছন্দ করেছিল শুধু আমি তার পাশে গিয়ে গান করতে করতে হাটতে লাগলাম আর আমরা দুজন দুজন কেই পছন্দ করে ফেললাম।এবার আমরা হাতে হাত রেখে প্রেম আলাপ করছিলাম আমরা ভালোবাসায় মিশে গিয়েছিলাম আর ঠিক মিশে যাওয়া মূহুর্তে অদ্ভুত কান্ড পুলিশ আসলো এক হোমড়াচোমরা দেখতে এসে বেশি বারাবাড়ি করছিল সবাই কে ডিস্টার্ব করছিলো।সবাই তাকে ভয় পাচ্ছিল কিন্তু আমাদের কাছে আসতেই আমার রাগ হলো আর আমার চোখ দেখে সে ও আমাকে তার বারাবাড়ি টা আরও যে দ্বিগুণ করে দিল আর তখন আমার থেকে আমার ওই ভালোবাসার মানুষ টাকে আলাদা হতে বলল জানিনা আমি তেড়ে গেলাম কিন্তু অনেক কিছু উত্তর দিয়েছিলাম ওই পুলিশ টাকে সে আমার ন্যায্য উত্তর শুনে চলে গিয়েছিল,(কিন্তু আমার একটা কথাও ওই উত্তর বা জবাব গুলো মনে নেই মনে করতেই পারছিন) আর তখন সব লাভার্স বা কাপলস রা তখন হাত তালি দিতে দিতে আমাকে আর আমাদের কে সম্বর্ধনা দিচ্ছিল।
এটা কোনো বানানো গল্প না এটা আমি আজ 9 June 2023 দুপুর বেলা স্বপ্ন দেখলাম তারপর আরও একটা স্বপ্ন দেখেছিলাম একটা সাউথ এর হিরো কে নিয়ে যার নাম বিশাল সে তার বানানো সিনেমা টা রিলিজ করার আগে চেক করছিল সব এডিট ঠিক ঠাক আছে কিনা কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল সে সমস্ত সিনেমা হলে গিয়ে দেখছিল সিনেমা শুরু হওয়ার আগে কিন্তু একটা সিন এদিক ওদিক হয়ে গেছে আর আমি ওখানে উপস্থিত ছিলাম সে খুব দুঃখ করছিল।আমি একটা বুদ্ধি বের করে ছিলাম কিন্তু সেটা খাটানোর আগেই আমার ঘুম ভেঙে গেল দেখলাম আমার বাড়ির বারান্দায় অন্ধকার আকাশে কালো মেঘ বৃষ্টি আসবে সামান্য ঝড় এসেছে...