জীবনের প্রথম ভালোবাসা র মানুষ টা দের বছর সম্পর্কে র পর অন্য একজন কে বিয়ে করেছিল! বলেছিল ওর বাবার একটা অসুখ আছে খুব শিগগির তিন মাসের মধ্যেই মারা যাবে বেশিদিন বাঁচবে না এই বলে ওর বাবার পছন্দের সজাতি ছেলে কে বিয়ে করেছিল। আজ ১৩ বছর ওর বাবা খুব ভালো আছে,ভালো থাকুক আরও অনেক দিন। কিন্তু আমি জানতে পারলাম না আমাকে মিথ্যা বলে কি প্রমাণ করতে চেয়েছিল।