Sunday, 19 May 2024

মন ভালো আছে?

আসলে মন টা আমাদের আয়ত্ত করতে সময় লাগে তাই আর কি এদিক ওদিক চলে যায়।।যেদিন মন কে বশ করা শিখে যাবে সেদিন সব কিছু নিজের মতো সুন্দর হবে🌻☺️। নিজেকে বোকা বানিয়ে জোর করে খুশি রাখার কোনো প্রয়োজন নেই।।তুমি যেমন তেমনই করে থাকো যে তোমাকে বুঝবে তোমার সব টা মেনে নিয়েই পছন্দ করবে পাশে থেকে যাবে। সবাই কেমন আছে সেটা বলে।।।মন থেকে কেমন আছে ভিতর থেকে কেমন আছো কেউ জিগ্যেস করে না আসলে মনের ভেতর কেমন আছে সেটা কেউ খোঁজ নেই না মন ভালো থাকলেই তো শরীর ভালো থাকে তাইনা!আর শরীর মন দুই ভালো হলে চারপাশের সব কিছু সুন্দর বলে মনে হয়😇🌻