Friday, 23 August 2024

একটা সত্যি কথা কি জানো

 একটা সত্যি কথা কি জানো!খারাপ সময় কেটে যাওয়ার পর আমরা অতীত কে মনে করি আর মেনে নিই কি সুন্দর সময় কাটিয়েছিলাম😇কিন্তু জীবনের প্রত্যেক টা সময় ই খারাপ বলে আমরা ভাবি, সত্যি মানিয়ে মেনে নিয়ে উপভোগ করতে কষ্ট হয় ঠিকই কিন্তু পরে এই কষ্ট গুলো কেই মনে করে মনে মনে হাসি😇মনের মতোন করে কি আর জীবনে কাটে??😇এটাই তো নিজেকে মানিয়ে নেওয়ার আসল তথ্য তাইনা??আমাদের সবার জীবনে ই সমস্যা আছে ভিন্ন ভিন্ন রকম।।কোথাও একসময় গিয়ে মানুষ বোবা হয়ে যায় চুপচাপ হয়ে যায় কোনো কথা বলতে ইচ্ছে হয়না কাউকে শোনাতে ইচ্ছে হয় না।কিন্তু শুনতে কে চাই বলো সবাই এই একই পরিস্থিতি র মধ্যে বাস করে।সত্যি বলতে জীবনে কথা বলার মতো একটা মানুষ সবার ই সারাজীবন দরকার পরে সে ছেলে হোক কিম্বা মেয়ে।এটা কেন আমি জানি না।এমন বানানো র হয়তো ঈশ্বর এর কোনো পরিকল্পনা আছে হয়তো তাই মেনে নিয়েছি 🌻আসলে আমার জীবনের অভিজ্ঞতা থেকেই সব বললাম