Friday 10 July 2020

স্বপ্নে সাপ দেখেন! জেনে নিন এর প্রকৃত অর্থ?

  • জেনে নিন স্বপ্নে সাপ দেখলে কী হয়
  • স্বপ্নের দুনিয়ার সঙ্গে বাস্তবের দুনিয়ার মিল রয়েছে অনেক
  • স্বপ্ন নিয়ে যারা গবেষণা করেন, তাদের মতে স্বপ্ন নানাভাবে আমাদের জীবনের দিশা দেখিয়ে থাকে
  • স্বপ্নে সাপকে দেখার অর্থ হল আপনার জীবন বদলে যেতে চলেছে
আমরা সবাই কম-বেশি স্বপ্ন দেখে থাকি। তবে জানেন কী স্বপ্নের দুনিয়ার সঙ্গে বাস্তবের দুনিয়ার মিল রয়েছে অনেক। এমনটাই মনে করছেন মনস্তত্ত্বের জনক, অস্ট্রিয়ান স্নায়ু চিকিৎসক সিগমুন্ড ফ্রয়েড। আসলে স্বপ্ন নিয়ে যারা গবেষণা করেন, তাদের মতে স্বপ্ন নানাভাবে আমাদের জীবনের দিশা দেখিয়ে থাকে। সে রকমই জ্যোতিষশাস্ত্র মতে যাদের কালসর্প যোগ থাকে তাঁরা সাপের স্বপ্ন বেশি দেখেন। তবে এর কোনও মানে নেই যে যাদের কালসর্প যোগ নেই তাঁরা সাপের স্বপ্ন দেখেনা না। 
তাই বিশেষজ্ঞদের মতে, স্বপ্নে সাপকে দেখলে বুঝতে হবে ধনসম্পদ প্রাপ্তির যোগ রয়েছে। স্বপ্নে সাপকে দেখার অর্থ হল আপনার জীবন বদলে যেতে চলেছে। 
আবার শাস্ত্র মতে যদি আপনি কয়েকদিন পর পর সাপের স্বপ্ন দেখেন, তাহল আপনাকে বুঝতে হবে আপনার মনের কোনও ইচ্ছা পূরণ হতে চলেছে।
স্বপ্নে যদি জলে সাপ দেখা যায়, জ্যোতিষশাস্ত্র মতে এমন স্বপ্নের অর্থ হল পূর্ণ কালসর্প যোগের ইঙ্গিত।
আবার স্বপ্নে কখনও যদি দেখা যায় সাপ ক্ষতি করছে, তা হলে বুঝতে হবে জীবন থেকে কোনও জটিল সমস্যার সমাধান হতে চলেছে। 
মোট কথা সাপের স্বপ্ন কখনই কোনও আপনার জীবনে কোনও ক্ষতির বার্তা বহন করে না। বরং উল্টে কোনও না কোনও দিক থেকে আপনার জীবনের বাধা-বিপত্তি অতিক্রম করে উন্নতির বার্তা বহে আনে।

No comments:

Post a Comment