Thursday, 12 June 2025
সুন্দরতা কি!
সুন্দরতা কি! গভীর ভাবে ভেবে দেখলে সুন্দর বলে কিছুই নেই আবার সমস্ত কিছুই সুন্দর। অনেকে বলে সুন্দর তোমার চোখের একরকম অনুভূতি যেটা এক একজনের চোখে এক একরকম ভাবে প্রভাবিত হয়।তাই আমি বলতে চাই এখানে দোষ টা কার! আচ্ছা কোন দোষের কথা বলছি!বলছি যে যখন কোনো কিছু দেখে ভালো লাগে মানে Psychologically মস্তিষ্কের মধ্যে অত্যাধিক পরিমাণে Dopamine release হয়,ঠিক তখনই ওই জিনিস টা বা ওই মানুষ বা যা কিছুই হতে পারে সেটা কে নিজের করে নিতে ইচ্ছে হয়,নিজের কাছে রেখে দিতে ইচ্ছে হয়।মানে যতদিন না ওটা তোমার হচ্ছে ততদিন ওটা পাওয়ার জন্য সবকিছু চেষ্টা করা শুরু হয়ে যায়,হয়তো একটা সময় পর সেটা নিজের কাছে পাওয়া গেল মানে নিজের কাছে চলে আসলো,আর তার পর থেকে কিছুদিন ওটা নিয়েই পাগল হয়ে সেটাই বুকে জড়িয়ে বা সেই কিছু কে অনুভব করা মানে একেবারে উন্মাদ হয়ে যাওয়া বলে যাকে,সে যাই হোক একটা বাস্তব সত্যি এটাই যে কিছু দিন যাওয়ার পর সেটা কিন্তু পুরনো হতে থাকে আর একঘেয়েমি লাগতে শুরু করে,কারণ প্রকৃতি সেই জিনিস টাকে নিজের মতো করে সুন্দর সাজিয়ে রেখেছিল আর তাই তুমি তার মায়া তে জড়িয়ে গেছিলে কিন্তু তুমি কখনো জানতে চেষ্টা করেছিলে যে সেই জিনিস টা কোন যত্নে সুন্দর ছিলো... আজ যে তোমার কাছে সেটা আর আগের মতো সুন্দর লাগে না আগের মতো dopamine release করে না কেন.?তাহলে আসলেই আসল আসামী কে? সঠিক দোষ টা কার? আসল দায়ী কে? আর এই কারনেই আজ সেই জিনিস টা তোমার কাছে নেই চলে গেছে প্রকৃতি র কাছে আবার সুন্দরী হতে 🌻
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment