খুজে পাবে না আর,
নিজেকে অনেক সামলে নিতে
শিখে গিয়েছি আজ।।
বোকার মতো অপেক্ষায় ছিলাম
ভেবেছিলাম সবই মিথ্যা!
সময় আমাকে শিখিয়ে দিলো
আমি আমার স্বত্বা।
এসব লিখে কি আর হবে
বুঝবে না তোমার চিন্তা!
অসব ভালো স্মৃতি কিছু পুরনো সময়
ভালো সময়ের অপেক্ষা শুধু!
মাথা ফাটিয়ে বুক চিরে দেখিয়ে
আগুনে পুড়লেও পরবে না ফারাক কিছু...
No comments:
Post a Comment