Arranged Marriage একটা ভয়ানক নিয়ম যেখানে শুধু মুখ বুঝে অভিনয় ছাড়া আর কিছু থাকে না
মনের মিল না থাকলেও ইচ্ছে মতো সামনের মানুষটা কে পছন্দ না হলেও মুখ বুজে মেনে নেওয়া হলো Arranged Marriage। আসলে কোনো কিছু হারিয়ে গেলে যেমন দিনের পর দিন না থাকার অনুভূতি টা সহ্য হয়ে যায় মানে মানে না থাকতে থাকতে যেমন অভ্যাস হয়ে যায় ঠিক তেমনই Arranged Marriage এ একটা মানুষের সাথে প্রতিদিন থাকতে থাকতে অভ্যাস হয়ে যায় মন থেকে ভেতর থেকে না চাইলেও মানুষ টার প্রতি মায়া পরে যায় যতই মনের মিল না থাকুক। শুধু মাত্র কিছু রীতিমত গুলো মেনে চলতে চলতে একদিন ঠিক তার প্রতি একটা মায়া জন্মে যায়।কিন্তু তবুও মন থেকে না মিল থাকলে একসময় ওই মানুষ টা কে ছেড়ে অন্য কারো প্রতি যখন ভালোবাসা জন্মে যায় তখন সেটা পাপ কিন্তু যাকে কখনো সুযোগ দেওয়া হলো না একটা মানুষ কে সে নিযে পছন্দ করবে নিজের মনের মতো করে বানিয়ে নেবে মানিয়ে নেবে এই অধিকার কার থেকে যখন একসময় বাধা দেওয়া হয়েছে কিন্তু এটা কেউ ভাবলেও না যে ওই অনুভব গুলো ওই অনুভূতি গুলো মনের মধ্যে জমা পড়ে গেলো আর ঠিক একদিন যখন সুযোগ পেলো সে সেই অনুভূতি গুলো অন্য কারো প্রতি চলে আসলে তখন সেটা পরকীয়া। মানুষ এর আঘাত লাগলে যেমন চোখ দিয়ে জল বেড়িয়ে আসে বুক টা ভার হয়ে যায় ঠিক এই ভাবেই কোনো না কোনো দিন অনুভূতি গুলো বেড়িয়ে আসে আর এর জন্য কে দায়ী বলোতো...? কারণ একটা সময় সমাজের অশিক্ষিত মূর্খ নিয়মের জন্য গলায় পা দিয়ে হত্যা করা হয়েছিল তার মনের ভেতরের অনুভূতি গুলো কে..কেউ জানতেই চাইনি কেউ বুঝতেই চাইনি...💔
No comments:
Post a Comment