Monday, 30 June 2025

স্বার্থে র জন্য নিজেকে শেষ করেছি তবুও মানুষ কে বিসর্জন দেই নি

জীবনে যখন নিজের সফলতা আর ভালোবাসা র মধ্যে বিচার করতে হয়, যে কোনো একটা বেছে নিতে হবে!আমি প্রত্যেক বারের মতোই ভালোবাসা কেই বেছে নেবো।কারণ আমি ভালোবাসার মানুষ টাকা দিয়ে কিনতে পারবো না কখনোই,আর যদি পেয়েও যাই তাহলে সেটা মোহ ছাড়া কিচ্ছু না টাকা দিয়ে কেনা জিনিস টা একদিন টাকা ফুরিয়ে গেলে আমাকে হারাতে হবে,কিন্তু ভালোবাসা আজীবন থেকে যাবে।তাই আমি বার বার ধরা দেবো ভালোবাসার কাছে, মাথা নিচু করবো ভালোবাসার কাছে,বারবার হেরে যাবো ভালোবাসার কাছে আর কষ্ট পাবো প্রতিদিন প্রতিনিয়ত নিজের স্বপ্নের জন্য এটা আমার ঈশ্বর দেখবে যে আমি নিজের স্বার্থে র জন্য নিজেকে শেষ করেছি তবুও মানুষ কে বিসর্জন দেই নি আমি স্বার্থপর না।আর আমি এখানেই জিতে যায় নিজের কাছে।

No comments:

Post a Comment