Saturday, 20 July 2024

জানি মন খারাপ রোগ টা সবারই হয়!

 

জানি মন খারাপ রোগ টা সবারই হয়!এমন কিছু কারণ যেগুলো কাউকে বলে বোঝানোর মতো শব্দ খুজে পাওয়া যায় না এমন কিছু সময় যেটা সব সময় মাথায় ওই মন খারাপ এর চিন্তা ভাবনা গুলো চলতেই থাকে হাওড়া স্টেশনের এনাউন্সমেন্ট এর মতো কখনো থামতে চাইনা...আসলে তখন যেন মনে হয় কেউ একটা আমার কথা গুলো মন দিয়ে শুনুক আমাকে একটু বুঝুক আমার অবস্থা টা কিন্তু আবার কিছুক্ষণ পরেই সেই চিন্তা টাও চলে যায় তার একমাত্র কারণ ওই মন খারাপ এর কারণ টার মতোই যে যাকে আঁকড়ে ধরে চলেছিলাম অনেক টা পথ সেই যখন শুনলো না সেই যখন বুঝলো না তখন আর নতুন মানুষ গুলো কতটা শুনবে কতটা বুঝবে?তাই কিচ্ছু ভালো লাগে না কিচ্ছু না কিচ্ছু না।।।বুকের ভেতর টা শুধু ভার ভার লাগে আটকে আটকে যায় মনে হয় যেন কিছু নেই সব যেন খালি হয়ে গেছে..

Photo Meta AI

No comments:

Post a Comment