মহাদেব পত্নী সতী'র মৃত্যু তে উন্মাদ হয়ে ধ্বংসলীলায় মেতেছিলেন,নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন..ভগবান শ্রীরাম পত্নী সীতাকে উদ্ধার এর জন্য নিজ দেশ থেকে বিদেশ পারি দিয়ে মহাযুদ্ধ করেছিলেন,উদাহরণ আরও আছে এমন অনেক,
শুধু পুরুষ কেই বার বার পাগল হতে হয়েছে শুধু পুরুষ কেই ধ্বংসের খেলায় মাততে হয়েছে,
ছোটো থেকে যারা বড়ো করলো তাদের কথা মাথায় রেখে দিনের পর দিন বছরের পর বছর নিজের ইচ্ছা গুলো কে বিসর্জন দিয়ে পাশের মানুষ গুলো কে সুখী করতেই নিজেকে ভেতর থেকে শেষ করে দেয় পুরুষ।। পছন্দের মানুষ টাকে ভুলে গিয়ে পরিবারের জন্য অচেনা মানুষ কে পছন্দসই বানাতে গিয়ে জীবন টাকে সমাজের নিয়মে নিজেকে ক্ষত করতে পারে পুরুষ।
বাইরে থেকে কঠিন শান্ত গম্ভীর পুরুষ ভেতর থেকে কতটা কোমল কতটা হালকা কে ই বা খোঁজ নিলো..!
বিশ্বাস করুন পুরুষ জাতির মতো বোকা জীব পৃথিবীতে আর বোধহয় নেই..পুরুষ শেয়াল যখন কোনো স্ত্রী শেয়াল জীবন সাথী বানিয়ে ফেলে তারপর তার সাথী মারা যাওয়ার পর সারাজীবন একাই জীবন কাটিয়ে ফেলে কিন্তু স্ত্রী শেয়াল এমন টা করে না সে সাথে সাথেই আরেকজন কে মেনে নিয়ে জীবন শুরু করে।ছেলেরা বোকা সে সারাজীবন এ শৈশব থেকে কৈশোর এবং যৌবন পর্যন্ত নিজেকে তৈরি করার পরই সে কোনো এক পছন্দসই কে বিয়ে করে নেই মানে ছেলেরা চাকরি পাওয়ার পরই বিয়ে করে নেই (মেয়েদের ক্ষেত্রে কিন্তু এমন টা নয়) তারপর এক অজানা সুখের আশায় নিজেকে শেষ করে দেয় পরিবার সংসারের জাতা কলে।কখনো নিজেকে নিয়ে ভাবতেই পারলো নিজেকে ঠিক করে সময় ই দিতে পারলো না যে কি চেয়েছিল সে আর কি নিয়ে জীবন শেষ হয়ে গেলো সেই শেষ সময়ে নিজেকে জোকার ছাড়া আর কিছুই মনে হয় না.. তাই পুরুষ হলো বোকা সারাজীবন ই অজানা সুখের শান্তির আশায় সব কিছু বিলিয়ে দেওয়ার পর নিজেকেই ভুলে গেছে কতশত পুরুষ.. যায় হোক আজ ছিল আন্তর্জাতিক পুরুষ দিবস তাই আর কি কিন্তু আসিলে আজ আন্তর্জাতিক বোকাদের দিবস🤡