Saturday, 8 February 2025

আজকে ৮ই ফেব্রুয়ারি প্রস্তাব দেওয়ার দিন!

আজকে ৮ই ফেব্রুয়ারি প্রস্তাব দেওয়ার দিন!
মানে মর্ডান শিক্ষিত রা যাকে Propose Day বলে.. সবাই বলছে হ্যাপি প্রপোজ ডে
আচ্ছা যে আজকে কাউকে প্রপোজ করবেনা তাদের কাছে হ্যাপি কি করে হবে!আর প্রপোজ করলেও সামনের মানুষটা যে সেটা মেনে নেবে সেটার কি নিশ্চয়তা আছে তাহলে কার কাছে হ্যাপি হবে আজকের Propose Day টা।মোদ্দা কথা এটা কেউ বলতেই পারেনা যে আজকে Happy Propose Day কারণ ঘটনা টা ঘটার আগে কেউ এটা বিচার করতে পারে না যে আজকের এই প্রপোজ ডে টা হ্যাপি হবে কি না!সব শেষে একটা প্রশ্ন আছে যেটার উত্তর তোমরাই দিও যে প্রপোজ কি সবসময় ছেলেদের কেই কেন করতে হবে! একটা মেয়ে এসে দায়িত্ব নিয়ে বলতেও তো পারো I Love You❤️

Thursday, 6 February 2025

কি পেলাম..?

হয়তো হারিয়েছ কিছু কিন্তু পেয়ে যাবে অনেক ভালো কিছু।।।যেটা আমি কখনো বুঝতে পারিনা হয়তো বুঝতে চাইনা।।মেনে নিতে পারিনা।।যেদিন পারবো সেদিন হয়তো সত্যি সব মায়া মোহ থেকে মুক্তি পাবো।

একটা নেগেটিভ চিন্তা তোমার সারাদিনের সুস্থ মস্তিষ্ক কে অসুস্থ করে দিতে পারে।

একটা নেগেটিভ চিন্তা তোমার সারাদিনের সুস্থ মস্তিষ্ক কে অসুস্থ করে দিতে পারে।এই রকম খারাপ চিন্তা গুলো তোমরা মাথায় যে কেউ দু'একটা কথা তেই এনে দিতে পারে সেটা তোমার আপনজন হতে পারে তোমার কাছের মানুষ হতে পারে বা তোমার পরিবার এর কেউও হতে পারে।তুমি কোন পরিস্থিতিতে আছো কতটা কিভাবে কোন অবস্থায় আছো,তারা হয়তো এইটা বিচার না করেই ঐ খারাপ চিন্তা গুলো তোমরা মাথায় দিয়ে চলে যেতে পারে নিমেষে।এখন কথা হচ্ছে আমি এগুলো কে এড়িয়ে যেতে চাই,ভুলে থাকতে চাই!কিন্তু এগুলো থেকে যতই দূরে চলে গিয়ে থাকি না কেন একটা সময়ে র পর এগুলো কে সামনা-সামনি মোকাবিলা করতেই হয়।এখানে আমার গভীর মনের প্রশ্ন হচ্ছে এই চিন্তা গুলো কে আর কিভাবে পুরো পুরি নির্মুল করে মুক্তি পাওয়া যায়।???

Tuesday, 4 February 2025

বলেছিলাম..

বলেছিলাম তুই পালাবি!
অন্য বাসা ঠিক খুজে নিবি.."
ক্ষনীকের গভীর সম্পর্ক
জানতাম তুই
নিশ্চই হারাবি..
সময় টা খুব দামী 
আপনারও ও আমারও! 
তাই সেটা ফালতু নষ্ট করতে চাইনা,
যদি মনে হয় আমি আপনার কোনো সাহায্যে আসতে পারি!
অবশ্যই জানাবেন পুরো পুরি চেষ্টা করবো সঠিক ভাবে।
নিজেকে যত একা রাখা যায়,
ততই মানুষ কে চিনতে সুবিধা হয়!
সে ভালো মানুষ হোক কিম্বা খারাপ।যত বয়স বাড়ে ততই মানুষ তোমাকে একা থাকতে বাধ্য করে!
কেন বলতো?
কারণ জীবন তোমাকে বারবার এটা শেখায় যে তুমি পৃথিবীতে একা ই এসেছিলে..

Wednesday, 22 January 2025

"Being madly in love and being addicted are two different things"

"Being madly in love and being addicted are two different things. Being madly in love means you'd do anything to catch a glimpse of that person. Being addicted means you're slowly destroying yourself in pursuit of having that person."

Or, in a more poetic tone:

"Love's frenzy and addiction's grasp are distinct desires. One drives you to move mountains for a fleeting glance, while the other slowly consumes you, leaving destruction in its wake."

পাগল হওয়া আর নেশাগ্রস্ত হওয়া দুটো আলাদা বিষয়

"ভালোবেসে পাগল হওয়া এবং আসক্ত হওয়া দুটি ভিন্ন জিনিস। প্রেমে পাগল হওয়া মানে আপনি সেই ব্যক্তির আভাস পেতে যা কিছু করতে চান। আসক্ত হওয়ার অর্থ হল আপনি সেই ব্যক্তিকে পাওয়ার তাড়ায় ধীরে ধীরে নিজেকে ধ্বংস করছেন।"

অথবা, আরো কাব্যিক সুরে:

"ভালোবাসার উন্মাদনা এবং আসক্তির উপলব্ধি হল স্বতন্ত্র আকাঙ্ক্ষা। একটি আপনাকে ক্ষণিকের জন্য পাহাড় সরাতে চালিত করে, অন্যটি আপনাকে ধীরে ধীরে গ্রাস করে, তার জেগে ধ্বংস করে।"

Saturday, 18 January 2025

যখন আমার শরীর খারাপ হয়

যখন আমার শরীর খারাপ হয় তখন আমি কাউকে বলার সময় ই আমার আপনজনেরা আমায় জিজ্ঞেস করে যে তাদের খোঁজ নিইনা কেন তাদের শরীর কেমন আছে তারা কেমন আছেন?ঠিক এই কারণে আর আমি "আমার শরীর টাই যে খারাপ" সেটা বলা হয়ে ওঠে না🤒