Friday, 5 September 2025

২০২০ সালের পর থেকে সময় কেন এত দ্রুত চলে যাচ্ছে??

আপনি কি জানেন জানতে? ২০২০ সালের পর থেকে সময় কেন এত দ্রুত চলে যাচ্ছে। আপনার এই অনুভূতিটা খুবই স্বাভাবিক, কারণ অনেক মানুষেরই এমনটা মনে হচ্ছে। এর পেছনে কিছু বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক কারণ আছে।
১. মনোবিজ্ঞানের দৃষ্টিভঙ্গি
 * নতুন অভিজ্ঞতার অভাব: নতুন কিছু শিখলে বা নতুন কোনো জায়গায় গেলে আমাদের মস্তিষ্কে সময়টা দীর্ঘ মনে হয়। ২০২০ সাল থেকে আমাদের জীবনে নতুনত্বের পরিমাণ অনেক কমে গেছে। বিশেষ করে লকডাউনের সময় একঘেয়েমি জীবনযাপন, অর্থাৎ প্রতিদিন একই রুটিন অনুসরণ করার কারণে সময় দ্রুত কেটেছে বলে মনে হয়।
 * স্মৃতির সংখ্যা কমে যাওয়া: আমাদের মস্তিষ্ক স্মৃতিগুলোকে নির্দিষ্ট সময়ের সাথে সংযুক্ত করে। যখন আমাদের জীবনে উল্লেখযোগ্য ঘটনা বা স্মৃতি কম থাকে, তখন আমাদের মনে হয় যে সেই সময়টা খুব দ্রুত কেটে গেছে।
 * বয়স বাড়ার সাথে সাথে উপলব্ধি: বয়স বাড়ার সাথে সাথে আমাদের সময় সম্পর্কে ধারণা বদলে যায়। যখন আমরা শিশু ছিলাম, তখন এক বছর ছিল আমাদের জীবনের একটি বিরাট অংশ। কিন্তু এখন, প্রাপ্তবয়স্ক হিসেবে এক বছর আমাদের পুরো জীবনের একটি ছোট অংশ মাত্র। এটিও সময় দ্রুত চলে যাওয়ার একটি কারণ।
২. বৈজ্ঞানিক কারণ
 * বায়োলজিক্যাল ঘড়ি: আমাদের শরীরের একটি অভ্যন্তরীণ ঘড়ি আছে, যা আমাদের ঘুম, জাগরণ এবং অন্যান্য জৈবিক প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। এটি আমাদের সময়ের অনুভূতিকেও প্রভাবিত করে। কোভিড-১৯ মহামারীর কারণে আমাদের স্বাভাবিক রুটিন ব্যাহত হওয়ায় এই ঘড়িটি কিছুটা এলোমেলো হয়ে গেছে।
এই বিষয়গুলো একসঙ্গে কাজ করার কারণে আমাদের মনে হচ্ছে যে সময় অনেক দ্রুত চলে যাচ্ছে।

Thursday, 10 July 2025

যদি তাকে ভালোবাসো...

তাহলে শেষ চেষ্টা পর্যন্ত ভালোবাসো,সমাজের নিয়মের বাঁধনে না বেধে সমাজ কে বুড়ো আঙুল দেখিয়ে ভালোবাসো,পৃথিবীর শেষ অব্ধি ভালোবাসো..”শেষে হেরে গেলেও মনে শান্তি রেখে মরে যাবে এই ভেবে যে আমি আমার শেষ অব্ধি ভালোবেসেছি...আমি হারিনি..হেরেছে সময় যে আমাকে ফেরত দেবেই কোনো এক নতুন রূপে নতুন কোনো জন্মে...”

Tuesday, 8 July 2025

তোমার চোখে জল দেখেছি

তোমার চোখে জল দেখেছি 
জিগ্যেস করতে ইচ্ছে হয়
কি হয়েছে?কিসে কষ্ট পেয়েছ!?
জানো না আমি আর এখন তোমার কাছে নেই!
কিন্তু শিখিয়ে দেয়েছি তো,
যে আমি না থাকলেও কিভাবে জিতে যেতে হয়।
জানো!এখন আর আমার খারাপ লাগেনা কষ্ট হয়না!
কারণ আমি ই শুধু হেরে গেছি তোমার কাছে...😔
সবকিছু তো আমিই শিখিয়েছিলাম...।

Monday, 7 July 2025

তোমার ভালোবাসা দিয়ে

যদি বাঁচিয়ে রাখতে না পারি,
তাহলে কিসের প্রেম কিসের ভালোবাসা! 
এ মনে বিশ্ব ভরা শক্তি আছে
তোমার ভালোবাসায় একটু একটু করে গড়া।
তোমার ভালোবাসা দিয়ে
সাহস যুগিয়ে দিয়েছ বার বার,
যখনই পড়েছে দরকার!
এই একটা আমি আমার!আর কি চাই?
এই ওটুকুই তো ভরসা আশা...

Saturday, 5 July 2025

ফরসা রাই সমাজে সুন্দরী র স্বীকৃতি পেয়েছে

মেকাপ আর্টিস্ট রা কালো শ্যামলা চেহারা র মেয়েদের সাজিয়ে এমন ভাবে Represent করে যেন আগে কুৎসিত ছিলো এখন সুন্দর লাগছে।আমি তাই ভাবি শ্যামলা মেয়েদের নিয়ে ছেলেদের কখনো কোনো সমস্যা ছিলোই না,যতনা সমাজের এই কুৎসিত আর্টিস্ট রা যে ভাবে দেখায় কালো মেয়েদের,ওরা বার বার মাথার ভেতর ঢুকিয়ে বোঝানোর চেষ্টা করে যে ক্রিম মাখলেই ফরসা হয়ে যাবে আর ফরসা রাই সমাজে সুন্দরী র স্বীকৃতি পেয়েছে। তাহলে দোষ টা কার বুঝলেন তো,সমাজের আসল শত্রু কারা বুঝলেন তো!শুধু শুধু ছেলেদের দোষী বানিয়ে কালো মেয়েদের বার বার কুৎসিত বলে দেখানো হয়,যতসব অশিক্ষিত মূর্খ।সাদা কালো দুটো রঙ মাত্র যেমন রাত আর দিন এই দুই পার্থক্য কে সুন্দর বা কুৎসিত বলে বিচার করার অধিকার ওদের কে দিয়েছে হ্যা??

Thursday, 3 July 2025

মাথা ফাটিয়ে বুক চিরে দেখিয়েআগুনে পুড়লেও পরবে না ফারাক কিছু...

হারিয়ে গেছি অনেক দূরে
খুজে পাবে না আর,
নিজেকে অনেক সামলে নিতে
শিখে গিয়েছি আজ।।
বোকার মতো অপেক্ষায় ছিলাম
ভেবেছিলাম সবই মিথ্যা! 
সময় আমাকে শিখিয়ে দিলো
আমি আমার স্বত্বা।
এসব লিখে কি আর হবে
বুঝবে না তোমার চিন্তা!
অসব ভালো স্মৃতি কিছু পুরনো সময়
ভালো সময়ের অপেক্ষা শুধু! 
মাথা ফাটিয়ে বুক চিরে দেখিয়ে
আগুনে পুড়লেও পরবে না ফারাক কিছু...

Wednesday, 2 July 2025

আজ ঠিক জিনিস গুলো তেও ভুল ভাবি

মাঝে মাঝে ভুল করতে করতে কখনো সঠিক জিনিস টা পেয়ে গেলেও আমরা ওটা চিনতে ভুল করে ফেলি কারন ততদিনে ভুল গুলো কে ঠিক ভেবে ভেবে সবকিছু কেই ভুল বুঝতে শিখে গেছি। তাই আজ ঠিক জিনিস টা কাছে পেলেও ভুল ই মনে করে আবার ভুলে যাই পুরনো নিয়মে।