iamrajusarkar
Ego Is The Best Enemy Of Human Life.
Monday, 28 April 2025
মায়াবী জীবন
যেটা সবার চোখে সুন্দর সে জিনিস সবার প্রথমে ভালো লাগে,কিন্তু যে জিনিস তোমার কাছে আছে, সেটা তুমি না চাইলেও তোমার কাছে আছে!তাই দেখতে দেখতে ভালো লাগে এমন টা সবাই ভাবে.. আসলে ভালো লাগাটা মন থেকে আসে ভেতরের অনুভূতির প্রকাশ, কারণ যেটা তোমার কাছে আছে সেটা কেনই বা ভালো লাগবে?ওটা কে ভালো লাগা বলে না মায়ার জড়ানো বলে।ভালো লাগা টা সারাজীবন তোমার থেকে দূরে থাকে দূরে চলে যায়।আর তুমি না চাইলেও তোমার কাছে থেকে যায় শুধু মায়া জড়ানো জিনিস টা...
Sunday, 27 April 2025
SECULARISM
আমাদের দেশে এমন অনেক মানুষ আছে
যারা চোর কে আড়ালে রেখে বাড়ির মালিক কে দোষারোপ করেন।ক্রিমিনাল কে ক্লিনচিট দিয়ে মানুষ কে দোষারোপ করেন,বাড়ির মালিককে প্রশ্ন করেন।🫡🤬
তুমি একদিন বাড়ির দরজায় একদিন তালা দিতে ভুলে গেলে দোষ টা তোমারই তাইনা,চোর তো চুরি করবেই ওদের দোষ কেন দেবে!ওরা তো বেচারা ওদের কাজ করছে তাইনা।?দোষ তো তোমার!তুমি তোমার শরীর নিয়ে ঘুরে বেড়াবে ক্রিমিনাল তো ওর কাজ করছে,তাই তো তোমার অন্ডকোষ কেটে গলা কেটে দিয়ে চলে যাবে,ফালতু ফালতু ওদের দোষ দিচ্ছ।তুমি সতর্ক থাকো ক্রিমিনাল তো ওদের কাজ করবেই তাইনা।।।যত সব দোষ তোমার তুমি ই বাড়ির দরজায় তালা কেন দেবে না,সব চেয়ে বড়ো দোষী তুমি, কেন তুমি তোমার বডি নিয়ে ঘুম বেড়াবে..?
অশিক্ষিত রা মানতেই চাইনা.. বুঝবে না।।আশা করি আমি কি বলতে চাইলাম শিক্ষিত রা ঠিক বুঝেছেন।
#phalgam #phalgamkashmir 🚩
Tuesday, 22 April 2025
স্বপ্ন টা মিথ্যা সেটা স্বপ্নেই টের পেয়েছিলাম
হঠাৎ আমি বাড়ি পৌঁছে গেছি সবার সাথে দেখা করার চেষ্টা করছি,ঠিক তখনই যাচ্ছি একজনের(হয়তো দীপা) সাথে দেখা করতে কিন্তু সেখানে ঘোষ এর সাথেই দেখা হলো মানে দুজনের সাথে একইসাথে দেখা হলো।।ঘোষ আমাকে ছোট করলো আগের মতন।কিন্তু সেখান থেকে ফেরার সময় বাড়ি আসলাম বাবার সাথে দেখা হলো কথা বললাম,ঠিক তখনই স্বপ্ন টা মিথ্যা সেটা স্বপ্নেই টের পেয়েছিলাম,,কারণ আমি তো যেখানে আছি সেখান থেকে বাড়ি যেতে ২ দিন সময় লাগবে তাহলে কি করে সম্ভব এই ভাবেই এই চিন্তা টা স্বপ্নের মধ্যে আমার মাথায় আসলো আর আমি বুঝতে পারলাম আমি স্বপ্ন আছি।।ঠিক তখনই কিছু একটা পালটানোর চেষ্টা করছিলাম কিন্তু কোনো অজানা শক্তি আমাকে সেটা করতে দিলো না আমাকে সেই জায়গা থেকে বাস্তবে নিয়ে আসলো আমি ঘুম থেকে জেগে গেলাম।।জানিনা বুঝলাম না এমন টা আমার সাথে কেন হলো প্রথম বার তাই এই অভিজ্ঞতা লিখে রাখছি এখানে যদি কোনো দিন কাজে আসে।।কারন আমিও দেখতে চাই যে কোনো কিছুই কোনো কারণ ছাড়া ঘটে না এই জগতে বিশ্বব্রহ্মাণ্ড এ।
Friday, 18 April 2025
জীবন নিয়ে জ্ঞ্যান দেওয়া মানুষের অভাব নেই
জীবন নিয়ে জ্ঞ্যান দেওয়া মানুষের অভাব নেই।কিন্তু বারবার তুমিই বেশি কষ্ট পেয়েছ,জীবন সম্পর্কে সব থেকে বেশি জানো এমন টা কখনও হয় না!সত্যিই কি তাই?!
আসলে এক একজনের জীবন এক একরকম ভাবে বিস্ময়কর অসম্ভব বিশৃঙ্খল গল্প তাই সবার জীবন একই নিয়ম রীতি মেনে চলতে হবে এমন নয়।এই জন্য জ্ঞ্যান তুমি সবার কাছ থেকে নিতেই পারো কিন্তু নিজের জীবন কিভাবে চলছে সেটা তুমি নিজেই জানো,আর সেটা কিভাবে প্রতিনিয়ত মানিয়ে নিয়ে মেনে নিয়েছ সব কিছু,সমস্ত সমস্যা।।সেটা একমাত্র তোমার নিজস্ব জ্ঞ্যান যেটা তোমার কখনো মাথা'র ভিতর বা কখনো মন থেকে আসে।।
Thursday, 3 April 2025
বহিরাগত রাম নবমী 🚩
এই যে রাম নবমী 🚩কালীপূজো🕉️ দুর্গাপূজা 🙏🏼গণেশ চতুর্থী🐁হোলি🏳️🌈নবরাত্রি 🙏🏼ওণাম🎆দশেরা🧨সংক্রান্তি🎊বিহু💃🏻বৈশাখী 🎉রথযাত্রা 🛕এক একটা রাজ্যে এক এক রকম তার মাহাত্ম্য..তাই নিয়ে কিছু বিশিষ্ট শিক্ষিত র মুখোশ পড়া অশিক্ষিত চিন্তাভাবনা র মানুষ রা সাধারণ মানুষের মস্তিষ্কের মধ্যে বিভেদ সৃষ্টি করে ভারতের সর্বত্র জায়গায়।। আমার মনে হয় তারা জানে কিন্তু মানতে চাইনা..
প্রাচীন ভারতের কথা এখানে( মানে🇮🇳ভারতবর্ষে) কোনোদিন কি ক্রিসমাস পালন হওয়ার রীতি ছিলো নাকি ১৪০০ বছর আগে ঈদ পালনের রীতি ছিলো যে রাম নবমী পালনে এতো ফাটে..!?কিন্তু ঈদে ক্রিসমাসে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে ইফতারে র পার্টিতে🤲🏻গাণ্ডেপিণ্ডে গিলে🧑🏻🎄ক্রিসমাসে স্যান্টা টুপি পড়ে পালন করতে একটুও বহিরাগত মনে হয় না তাদের...
Wednesday, 2 April 2025
প্রকৃতি একটা আশীর্বাদ হলে প্রকৃতি র নিয়ম গুলো এক একটা অভিশাপ 🌱
বৃষ্টি এমন একটা কিছু যে তোমাকে মনে করিয়ে দেয় তুমি কোথায় এসেছ..যতদিন তুমি হাওয়ায় ভেসে বেড়াচ্ছিলে বৃষ্টি তোমাকে বুঝিয়ে দেয় তুমি কোথায় এসে ঠেকেছ।কোথায় তোমার সৃষ্টি আর কোথায় তোমার পরিনতি। বৃষ্টি তে শুধু মাটি ই ভেজায় না সে ভিজিয়ে দেয় তোমার ভেতরের বীজটি কে যেটা আস্তে আস্তে অঙ্কুরিত হয় আর বুঝিয়ে দেয় তুমি কি আর কোথায় গিয়ে তুমি বিস্তারিত বিশ্লেষণ করতে পারো..তাহলে বৃষ্টি কি শুধু প্রাকৃতিক কিছু একটা? দিনের পর দিন মাসের পর মাস যখন রোদে পুড়ে শুকিয়ে গেছে গাছ পাতা গুলো তারা জানে এক পশলা বৃষ্টি তাদের জন্য কতটা প্রয়োজনীয়, সময় মতো নিয়ম করে কজন তাদের কে সাজিয়ে গুছিয়ে রাখে দুইদিন খাবার না পেলে একটা ফুল গাছ ও ফুল দিতে ভুলে যায়..আর তুমি কিছু না করেই সামনের মানুষ টার কাছ থেকে আদর পেতে চাও ভালোবাসা পেতে চাও!! প্রকৃতি নিয়ম র বাইরে কি ই বা পাবে তুমি যা দেবে তাই তো ফেরত পাবে...তাই সঠিক সময়ে সঠিক যত্নে সাজিয়ে না রাখলে হয়তো শুকিয়ে মারা যাবে নইতো শিকড় গজিয়ে খুজতে থাকবে নদীর তীরে বয়ে যাওয়া কোনো নালা...আর শেষ অব্ধি চেষ্টা র পর যদি জলাশয় পর্যন্ত বিস্তৃত না হতে পারে তাহলে নতুন করে শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায়...তাই প্রকৃতি একটা আশীর্বাদ হলে প্রকৃতি র নিয়ম গুলো এক একটা অভিশাপ 🌱
Monday, 31 March 2025
ভুলের প্রায়শ্চিত্ত হয়না
ভুলের কোনো প্রায়শ্চিত্ত হয়না!তুমি প্রকৃতি র কাছে যা রাখবে সে তোমাকে সেটাই ফেরত দেবে যতই তুমি নিজেকে শাস্তি দিয়ে তার প্রায়শ্চিত্ত প্রমান করো!একটা ভুল করলে তার জন্য যত বড়ই সঠিক কাজ করো না কেন ওই ভুল কাজ টার খেসারত তোমাকে একদিন দিতেই হবে...
আমার মনে হয় পস্তানো একটা বড় শাস্তি সেটা তোমার নিজের ভেতরের সমস্ত কিছু কে তচনচ করে দিতে পারে..তাই নিজের করা ভুল গুলো কে নিজেকে মেনে নিতেই হবে সেটা ভুল করেই করো আর জেনে বুঝে..🔄
Subscribe to:
Posts (Atom)