Thursday, 3 April 2025

বহিরাগত রাম নবমী 🚩

এই যে রাম নবমী 🚩কালীপূজো🕉️ দুর্গাপূজা 🙏🏼গণেশ চতুর্থী🐁হোলি🏳️‍🌈নবরাত্রি 🙏🏼ওণাম🎆দশেরা🧨সংক্রান্তি🎊বিহু💃🏻বৈশাখী 🎉রথযাত্রা 🛕এক একটা রাজ্যে এক এক রকম তার মাহাত্ম্য..তাই নিয়ে কিছু বিশিষ্ট শিক্ষিত র মুখোশ পড়া অশিক্ষিত চিন্তাভাবনা র মানুষ রা সাধারণ মানুষের মস্তিষ্কের মধ্যে বিভেদ সৃষ্টি করে ভারতের সর্বত্র জায়গায়।। আমার মনে হয় তারা জানে কিন্তু মানতে চাইনা..
প্রাচীন ভারতের কথা এখানে( মানে🇮🇳ভারতবর্ষে) কোনোদিন কি ক্রিসমাস পালন হওয়ার রীতি ছিলো নাকি ১৪০০ বছর আগে ঈদ পালনের রীতি ছিলো যে রাম নবমী পালনে এতো ফাটে..!?কিন্তু ঈদে ক্রিসমাসে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে ইফতারে র পার্টিতে🤲🏻গাণ্ডেপিণ্ডে গিলে🧑🏻‍🎄ক্রিসমাসে স্যান্টা টুপি পড়ে পালন করতে একটুও বহিরাগত মনে হয় না তাদের...

Wednesday, 2 April 2025

প্রকৃতি একটা আশীর্বাদ হলে প্রকৃতি র নিয়ম গুলো এক একটা অভিশাপ 🌱

বৃষ্টি এমন একটা কিছু যে তোমাকে মনে করিয়ে দেয় তুমি কোথায় এসেছ..যতদিন তুমি হাওয়ায় ভেসে বেড়াচ্ছিলে বৃষ্টি তোমাকে বুঝিয়ে দেয় তুমি কোথায় এসে ঠেকেছ।কোথায় তোমার সৃষ্টি আর কোথায় তোমার পরিনতি। বৃষ্টি তে শুধু মাটি ই ভেজায় না সে ভিজিয়ে দেয় তোমার ভেতরের বীজটি কে যেটা আস্তে আস্তে অঙ্কুরিত হয় আর বুঝিয়ে দেয় তুমি কি আর কোথায় গিয়ে তুমি বিস্তারিত বিশ্লেষণ করতে পারো..তাহলে বৃষ্টি কি শুধু প্রাকৃতিক কিছু একটা? দিনের পর দিন মাসের পর মাস যখন রোদে পুড়ে শুকিয়ে গেছে গাছ পাতা গুলো তারা জানে এক পশলা বৃষ্টি তাদের জন্য কতটা প্রয়োজনীয়, সময় মতো নিয়ম করে কজন তাদের কে সাজিয়ে গুছিয়ে রাখে দুইদিন খাবার না পেলে একটা ফুল গাছ ও ফুল দিতে ভুলে যায়..আর তুমি কিছু না করেই সামনের মানুষ টার কাছ থেকে আদর পেতে চাও ভালোবাসা পেতে চাও!! প্রকৃতি নিয়ম র বাইরে কি ই বা পাবে তুমি যা দেবে তাই তো ফেরত পাবে...তাই সঠিক সময়ে সঠিক যত্নে সাজিয়ে না রাখলে হয়তো শুকিয়ে মারা যাবে নইতো শিকড় গজিয়ে খুজতে থাকবে নদীর তীরে বয়ে যাওয়া কোনো নালা...আর শেষ অব্ধি চেষ্টা র পর যদি জলাশয় পর্যন্ত বিস্তৃত না হতে পারে তাহলে নতুন করে শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায়...তাই প্রকৃতি একটা আশীর্বাদ হলে প্রকৃতি র নিয়ম গুলো এক একটা অভিশাপ 🌱

Monday, 31 March 2025

ভুলের প্রায়শ্চিত্ত হয়না

ভুলের কোনো প্রায়শ্চিত্ত হয়না!তুমি প্রকৃতি র কাছে যা রাখবে সে তোমাকে সেটাই ফেরত দেবে যতই তুমি নিজেকে শাস্তি দিয়ে তার প্রায়শ্চিত্ত প্রমান করো!একটা ভুল করলে তার জন্য যত বড়ই সঠিক কাজ করো না কেন ওই ভুল কাজ টার খেসারত তোমাকে একদিন দিতেই হবে... 
আমার মনে হয় পস্তানো একটা বড় শাস্তি সেটা তোমার নিজের ভেতরের সমস্ত কিছু কে তচনচ করে দিতে পারে..তাই নিজের করা ভুল গুলো কে নিজেকে মেনে নিতেই হবে সেটা ভুল করেই করো আর জেনে বুঝে..🔄

Saturday, 29 March 2025

আর তারা ভুলে গিয়ে সুন্দর করে বেঁচে আছে

ও আমার কাছে প্রতিদিন ঠিক ওই সময় তেই আসে।যদি কিছু বিস্কুট ওকে খেতে দেই।একদিন আমার সামনে এসে বসে বসে আমার দিয়ে চেয়ে চেয়ে লেজ নাড়িয়ে যাচ্ছিলো আমি তো ওর মুখের ভাষা ওতো ভালো বুঝিনা।কি মনে হলো ব্যাগ থেকে একটা বিস্কিটের প্যাকেট বেড় করে ওকেও দিলাম আমিও খেলাম।যতই হোক বাইরে থেকে ওর শরীর টা কুকুর আর আমার মানুষ এর চেহারা,কিন্তু একটা সত্যি এই যে ভেতরে একটা শক্তি আছে যে বাইরের খোলস টাকে বাঁচিয়ে রাখে।গতকাল যখন এলো ওকে বললাম ঠিক একই সময়ে কিভাবে মনে রাখিস ঘড়িটা তো তোর দেখার কথা না।আজকে আমি আছি তাই তোকে বিস্কুট বা যা থাকে তাই তোকে খেতে দেই,কাল যখন আমি আর এখানে থাকবো সেদিন কি কেউ তোকে ঠিক এই টাইমে দেবে।।আমি বললাম আজকে আমার কাছে কিচ্ছু নেই।।।দেওয়ার মতো কিছু ও বসে থাকলো তারপর আমিই ওকে তাড়িয়ে দিলাম নইলে সামনে বসে থাকলে ভালো লাগে না দেখতে।। যাই হোক এটা সত্যি যে আমার ওই এক প্যাকেট বিস্কুট না পেলে ও মরে যাবে না,শুধু আমি ই বেশি ভাবছি হয়তো দুইদিন পর ও আমাকে ভুলে যাবে অন্য কেউ ওকে বিস্কুট দেবে,সত্যি আমিই হয়তো মনে রাখবো আর ভেতর থেকে কষ্ট পাবো।।এটা শুধু ওর জন্য লিখলাম তা নয় এমন ঘটনা আমার জীবনে বারবার হয়েছে শুধু ওর জায়গায় অন্য কোনো চেহারা ছিলো আর আমি এখনো মনে করি ভুলতে পারিনা।।আর তারা ভুলে গিয়ে সুন্দর করে বেঁচে আছে।।।তাই থাকুক।।কিন্তু আমি কেন এমন আজও বুঝিনা..💔