Friday 23 August 2024

একটা সত্যি কথা কি জানো

 একটা সত্যি কথা কি জানো!খারাপ সময় কেটে যাওয়ার পর আমরা অতীত কে মনে করি আর মেনে নিই কি সুন্দর সময় কাটিয়েছিলাম😇কিন্তু জীবনের প্রত্যেক টা সময় ই খারাপ বলে আমরা ভাবি, সত্যি মানিয়ে মেনে নিয়ে উপভোগ করতে কষ্ট হয় ঠিকই কিন্তু পরে এই কষ্ট গুলো কেই মনে করে মনে মনে হাসি😇মনের মতোন করে কি আর জীবনে কাটে??😇এটাই তো নিজেকে মানিয়ে নেওয়ার আসল তথ্য তাইনা??আমাদের সবার জীবনে ই সমস্যা আছে ভিন্ন ভিন্ন রকম।।কোথাও একসময় গিয়ে মানুষ বোবা হয়ে যায় চুপচাপ হয়ে যায় কোনো কথা বলতে ইচ্ছে হয়না কাউকে শোনাতে ইচ্ছে হয় না।কিন্তু শুনতে কে চাই বলো সবাই এই একই পরিস্থিতি র মধ্যে বাস করে।সত্যি বলতে জীবনে কথা বলার মতো একটা মানুষ সবার ই সারাজীবন দরকার পরে সে ছেলে হোক কিম্বা মেয়ে।এটা কেন আমি জানি না।এমন বানানো র হয়তো ঈশ্বর এর কোনো পরিকল্পনা আছে হয়তো তাই মেনে নিয়েছি 🌻আসলে আমার জীবনের অভিজ্ঞতা থেকেই সব বললাম

Saturday 20 July 2024

জানি মন খারাপ রোগ টা সবারই হয়!

 

জানি মন খারাপ রোগ টা সবারই হয়!এমন কিছু কারণ যেগুলো কাউকে বলে বোঝানোর মতো শব্দ খুজে পাওয়া যায় না এমন কিছু সময় যেটা সব সময় মাথায় ওই মন খারাপ এর চিন্তা ভাবনা গুলো চলতেই থাকে হাওড়া স্টেশনের এনাউন্সমেন্ট এর মতো কখনো থামতে চাইনা...আসলে তখন যেন মনে হয় কেউ একটা আমার কথা গুলো মন দিয়ে শুনুক আমাকে একটু বুঝুক আমার অবস্থা টা কিন্তু আবার কিছুক্ষণ পরেই সেই চিন্তা টাও চলে যায় তার একমাত্র কারণ ওই মন খারাপ এর কারণ টার মতোই যে যাকে আঁকড়ে ধরে চলেছিলাম অনেক টা পথ সেই যখন শুনলো না সেই যখন বুঝলো না তখন আর নতুন মানুষ গুলো কতটা শুনবে কতটা বুঝবে?তাই কিচ্ছু ভালো লাগে না কিচ্ছু না কিচ্ছু না।।।বুকের ভেতর টা শুধু ভার ভার লাগে আটকে আটকে যায় মনে হয় যেন কিছু নেই সব যেন খালি হয়ে গেছে..

Photo Meta AI

Tuesday 9 July 2024

আকাশে র মতো হওয়া কতটা উচিত?


 একজন লিখেছে তাই আমি তার চিন্তা ভাবনা কে বিশ্লেষণ করে দিলাম...

এই কথার কোনো অস্তিত্ব নেই কারণ কেউ চাইলেও আকাশের মতো হতে দেবে না।।কারণ ওই আকাশে অনেকে আসে অনেকে থাকে শুধু একজন কে নিয়ে চললে তার হবে না কারণ সেখানে অনেক গ্রহ উপগ্রহ নক্ষত্র সবাই একটা নির্দিষ্টভাবে বিরাজ করছে তাই কেউ চাইবে না একজন মানুষ আকাশের সমান হোক যেখানে যখন যে খুশি আসবে মনে জায়গা করে নেবে।সুতরাং ওই একটা চাঁদ হওয়ায় ভালো কারণ চাঁদ দূরে থেকেও একটা সময় মতো অমাবস্যা হলেও আবার ফিরে আসবে পূর্ণিমা হয়ে তাই সারাজীবন পৃথিবীর ই থাকবে।।।কথা টা মানতে অসুবিধা হলেও এটাই ধ্রুব সত্য।

Monday 8 July 2024

জুতো পরে রথ টানা যাবে না!? এটা পাপ না পূন্য!?

 জুতো পরে রথ টানা যাবে না!? এটা পাপ না পূন্য!?

এটা একটা চিন্তা ভাবনা মাত্র।।।ভগবান কখনো বলেন নি খালি পায়ে রথ টানা যাবে না।।এটা সত্যযুগ না।।তাই খালি পায়ে রাস্তায় হাটা টা খুব ভয়ানক হতে পারে।।ত্রেতা যুগের তখন কার মতো মানুষ ওতোটা সহ্যশক্তি সম্পন্ন নেই এখন কার কলিযুগ এর মানুষ রা তাই এটা কলিযুগ এখানে নাম গানেই ভগবান কে পাওয়া যায় তাই খুব যত্নসহকারে নিয়ম পালন করা অসম্ভব।। একটা সত্যি কথা কি এখন বেশির ভাগ ঘরে বা ফ্লাটে ঠাকুর ঘর শোবার ঘর বাথরুম সব এটাচ থাকে।।।কারন এটা কলিযুগ

Friday 5 July 2024

রাজু আমার নাম


এটা আমারও নাম..জানা আছে নিশ্চয়ই যে এমন একটা নাম যে ভারতবর্ষের সমস্ত জায়গায় বিদ্যমান! খুব কমন একটা নাম খুব বেশি ব্যবহার হয় এই নাম, কিন্তু আমি এই নামে পরিচিত ঠিকই,তবে আমি নিজে এই নাম মুখে বলি না বললেই চলে!মানে আমি আমার নাম নিয়ে চলি ঠিকই কিন্তু নিজেই ব্যবহার করিনা।এ কেমন একটা জিনিস যে আমার হয়েও আমি ব্যাবহার করিনা..হ্যা অনেক বার লিখতে হয় ঠিকই কিন্তু আমার চেনা কেউ এই নামে থাকলেও নাকি নাম ধরে ডাকতে নেই "মিতে" বলতে হয় বলে সবাই..যায় হোক ছোটো বেলা থেকেই এই নাম টা আমার পছন্দ না!এরকম রোগে আমি একা রোগাক্রান্ত নই আমার মতো এমন অনেকেই আছে যারা নিজের নাম নিয়ে সন্তুষ্টি নই।কিন্তু কি আর করা যাবে সদ্যোজাত এর সময় তো আমার হাতে কিছুই ছিলো না, তাই এই নাম নিয়েই চলতে হবে (মা বাবা) ভগবান রেখেছেন যেহেতু.. একটু বড়ো হবার বুঝলাম অনেকের নামের আবার অনেক মানেও থাকে তাই আমিও খুজতাম আমার নামের কোনো মানে আছে কিনা! কিন্তু বাংলা তে এই নামের কোনো মানেই নেই এটা ডাক নাম বলেই পরিচিত!তবুও ইন্টারনেট ঘেঁটে একটু জানতে পারি *রাজু নামের মানে আছে আর সেটা বাংলা তে না দক্ষিণ ভারতের অভিধানে আছে যার মানে হলো *সম্রাট*...

Wednesday 3 July 2024

গাছের জীবন কি আমাদের জীবন থেকে আলাদা?


গাছের প্রান আছে সেটা আর নতুন করে বিশ্লেষণ করতে হয় না সেটা সবাই জানে।

কিন্তু গাছের কতটা অনুভূতি আছে সেটা কজন অনুভব করে সেটা হয়তো সংখ্যায় কম হবে বলে আমার মনে হয়।মানুষের এর মতো একটা ছোটো চারাগাছ ও ছোটো থেকে বড় হয় আদর ভালোবাসা যত্নে..! সঠিক সময় সঠিক জায়গায় মেলে ধরার মতো পরিচর্যা পেলেই সে নিজের মতো করে বেড়ে উঠে..তারাও দেখতে সুন্দর হয় সঠিক সময়ে সঠিক ভালোবাসা পেলে শুধু দেখার মতো চোখের দরকার পরে...তাকেও সঠিক সময় কাটতে হয় ছাটতে হয় নইলে এলোমেলো হয়ে পরে আসলে সে হয়তো নিজের মতো করেই বেড়ে উঠতে চাই কিন্তু আমাদের কাছে এলোমেলো র থেকে গুছিয়ে সাজিয়ে রাখাটাই আমাদের চোখে সুন্দর করে দৃষ্টি আকর্ষণ করে..। আসলে আমরাও ছোটো থেকে এমন অনেক ভুল করি ভুল করে বেড়ে উঠি কিন্তু সভ্য সমাজে কিছু নিয়ম থাকে সেটাও একসময় বুড়ো আঙুল দেখিয়ে বড়ো হতে চাই আর ঠিক কোনো এক হাত এসে আমাদের এলোমেলো জীবন টাকে ছেটে দেয় কেটে দেয় জঞ্জাল আগাছা গুলো কে..

Monday 24 June 2024

সূর্যমুখী র নিঃস্বার্থ ভালোবাসা


 মনের মধ্যে অনেক অনুভূতি জমে থাকে প্রকাশ করার মতো একটা সেফ জায়গা প্রত্যেক টা মানুষ বা জীবের দরকার পরে বলে আমার মনে হয়।কারণ বাইরে থেকে চেহারা টা যেমনটা ই হোক ভেতরের আত্মা টা একই তাইনা!একটা ফুলের ও সেই অনুভূতি থাকে বলে আমার মন বলে!কি ভুল বললাম?মানুষের মতো ফুলেরও কিছু ধর্ম থাকে যে সে কোনো ভগবান এর পায়ে পুজিত হোক বা কোনো এক মানুষ তার ভালোবাসা দিয়ে তাকে গ্রহণ করুক,নিবেদন করুক কোনো এক প্রেমিক বা প্রেমিকার জন্য ভালোবাসার চিহ্ন হিসাবে..তাই প্রত্যেক টা ভিন্ন ভিন্ন ফুলের আলাদা আলদা গুন থাকে এটা সকলেরই জানা নিশ্চয়ই কিন্তু আমার সব থেকে বেশি প্রিয় এই সূর্যমুখী🌻ফুল কারণ সে অন্য ফুলের মতো কাঁটা দেয় না,রক্ত ঝরাই না তাকে অনায়াসে ছুঁতে পারবে কোনো বাঁধা দেয় না,কোনো অহংকার নেয়,তাকে দেখলেই তোমার মন ভেতর থেকে এক আলাদা শান্তি আনে মন টাকে প্রফুল্ল করে দেয়।সে শুধু হাসতে জানে খুশি মুখে তাকিয়ে থাকে আর এই হাসতে হাসতে একদিন ঝরে যায় কোনো বিরোধ করে না আফসোস করে না No Complaint No Demand 🌻আসলে সূর্যমুখী সে সারাটা জীবন নিঃস্বার্থভাবে ভালোবেসে যায় কোনো আঘাত দেয় না...🌻❤️