Monday, 7 July 2025

তোমার ভালোবাসা দিয়ে

যদি বাঁচিয়ে রাখতে না পারি,
তাহলে কিসের প্রেম কিসের ভালোবাসা! 
এ মনে বিশ্ব ভরা শক্তি আছে
তোমার ভালোবাসায় একটু একটু করে গড়া।
তোমার ভালোবাসা দিয়ে
সাহস যুগিয়ে দিয়েছ বার বার,
যখনই পড়েছে দরকার!
এই একটা আমি আমার!আর কি চাই?
এই ওটুকুই তো ভরসা আশা...

No comments:

Post a Comment