Thursday, 10 July 2025

যদি তাকে ভালোবাসো...

তাহলে শেষ চেষ্টা পর্যন্ত ভালোবাসো,সমাজের নিয়মের বাঁধনে না বেধে সমাজ কে বুড়ো আঙুল দেখিয়ে ভালোবাসো,পৃথিবীর শেষ অব্ধি ভালোবাসো..”শেষে হেরে গেলেও মনে শান্তি রেখে মরে যাবে এই ভেবে যে আমি আমার শেষ অব্ধি ভালোবেসেছি...আমি হারিনি..হেরেছে সময় যে আমাকে ফেরত দেবেই কোনো এক নতুন রূপে নতুন কোনো জন্মে...”

No comments:

Post a Comment