Wednesday, 3 July 2024

গাছের জীবন কি আমাদের জীবন থেকে আলাদা?


গাছের প্রান আছে সেটা আর নতুন করে বিশ্লেষণ করতে হয় না সেটা সবাই জানে।

কিন্তু গাছের কতটা অনুভূতি আছে সেটা কজন অনুভব করে সেটা হয়তো সংখ্যায় কম হবে বলে আমার মনে হয়।মানুষের এর মতো একটা ছোটো চারাগাছ ও ছোটো থেকে বড় হয় আদর ভালোবাসা যত্নে..! সঠিক সময় সঠিক জায়গায় মেলে ধরার মতো পরিচর্যা পেলেই সে নিজের মতো করে বেড়ে উঠে..তারাও দেখতে সুন্দর হয় সঠিক সময়ে সঠিক ভালোবাসা পেলে শুধু দেখার মতো চোখের দরকার পরে...তাকেও সঠিক সময় কাটতে হয় ছাটতে হয় নইলে এলোমেলো হয়ে পরে আসলে সে হয়তো নিজের মতো করেই বেড়ে উঠতে চাই কিন্তু আমাদের কাছে এলোমেলো র থেকে গুছিয়ে সাজিয়ে রাখাটাই আমাদের চোখে সুন্দর করে দৃষ্টি আকর্ষণ করে..। আসলে আমরাও ছোটো থেকে এমন অনেক ভুল করি ভুল করে বেড়ে উঠি কিন্তু সভ্য সমাজে কিছু নিয়ম থাকে সেটাও একসময় বুড়ো আঙুল দেখিয়ে বড়ো হতে চাই আর ঠিক কোনো এক হাত এসে আমাদের এলোমেলো জীবন টাকে ছেটে দেয় কেটে দেয় জঞ্জাল আগাছা গুলো কে..

No comments:

Post a Comment