একজন লিখেছে তাই আমি তার চিন্তা ভাবনা কে বিশ্লেষণ করে দিলাম...
এই কথার কোনো অস্তিত্ব নেই কারণ কেউ চাইলেও আকাশের মতো হতে দেবে না।।কারণ ওই আকাশে অনেকে আসে অনেকে থাকে শুধু একজন কে নিয়ে চললে তার হবে না কারণ সেখানে অনেক গ্রহ উপগ্রহ নক্ষত্র সবাই একটা নির্দিষ্টভাবে বিরাজ করছে তাই কেউ চাইবে না একজন মানুষ আকাশের সমান হোক যেখানে যখন যে খুশি আসবে মনে জায়গা করে নেবে।সুতরাং ওই একটা চাঁদ হওয়ায় ভালো কারণ চাঁদ দূরে থেকেও একটা সময় মতো অমাবস্যা হলেও আবার ফিরে আসবে পূর্ণিমা হয়ে তাই সারাজীবন পৃথিবীর ই থাকবে।।।কথা টা মানতে অসুবিধা হলেও এটাই ধ্রুব সত্য।
No comments:
Post a Comment