অস্থির চিন্তা ভাবনা,
অচল মানসিকতা..
কোনো এক পুরনো অসুখ
নতুন হয়ে আঘাত হানা।।
জীবন টা নতুন প্রতিদিন!
কিন্তু ব্যাথা গুলো
একই নিয়মে এক একদিন..।
গভীর কিন্তু মৌনভাব,
তরল কিন্তু হালকা,
জীবন কিন্তু আত্মা,
সজীব কিন্তু ক্ষনিক,
সবই আসল কিন্তু মায়া...
খুব পুরনো একটা অসুখ,
জীবনের যত সব ক্ষত
তার ই প্রবৃত্ত মুখ!
যখন কাগজের নৌকা ডুবে যেত
তখনও হইতো না এতো দুঃখ... 💔
কি এমন সে অসুখ..!
শরীর ক্লান্ত হয়ে যায় তবুও রাত্রে জাগিয়ে রাখে,
যেন চৌকিদার শহরতলীর গলিতে গলিতে হাঁক দিতে যেতে হবে..
নইলে স্বপ্নেও ঠায় নেই সেখানেও অসুস্থ করতে ছাড়ে না...
এমন সে অসুখ 🌿
অবিরাম পরিশ্রম
অন্তহীন আকাঙ্ক্ষা
মানসিক বিশ্রাম
স্বপ্নে ভালোবাসা..
No comments:
Post a Comment