Saturday, 28 December 2024

তাই ভাবছি এটা তো আমার অতীত ছিল।

আমি তোকে বুঝতাম,
কিন্তু জানতাম না।।
মাঝেমধ্যে ইচ্ছে হত
তোকে সাজাই,
কিন্তু পারলাম না।।
তোর নিষ্পাপ মনের
ইচ্ছে গুলি খুব দামি,
বিশ্বাস কর! 
সেসব পুরন করার সুযোগ আবার তুই পাবি।।
আমি যে পাপী একজন
তাই আরো পাপের বোঝা নিতে
পারলাম না আমি।
তোকে না হারানোর ভুল টাই
আজ তোকে হারাতে সাহায্য করল।।
তাই ভাবছি এটা তো আমার অতীত ছিল।

Thursday, 26 December 2024

মানুষ, ভালোবাসা, টাকা,অহংকার, জীবন, অভিশাপ

যার কোনো বোন নেই..
সে বোনের মতো কাউকে পেলে তাকে খুব যত্নে রাখে,যার কোনো ভাই নেই সে ভাইয়ের মতো কাউকে চাই,যার কোনো দাদা নেই সে একজন দাদা সমান কাউকে চাই,যার দিদি নেই সেউ একজন দিদির মতো কাউকে চাই,যার পাশে কেউ নেই সেও সবসময় পাশে থাকুক এমন একজন মানুষ কে সব সময় পাশে চাই,যার বাবা নেই সেই বাবার মতো আগলে রাখুক এমন একজন মানুষ কে চাই,যার মা নেই সেও একজন মায়ের মতো স্নেহ আদর যত্ন ভালোবাসা জড়িয়ে থাকবে এমন একজন মানুষ চাই।
আসলে সারাজীবন মানুষ টাকার পিছনে ঘুরতে থাকে আর লক্ষ্য টা কিন্তু ওই একটা মানুষ এর কাছ থেকে ভালোবাসা পাওয়া,বোকার মতো সে ভাবে টাকা দিয়ে এমন একজন মানুষ কে কিনে নিতে পারবো, কিন্তু এখানে আসল কথা টা কি বলোতো আসল মানুষ টা তখন ই আসে যখন তুমি কিছু থাকো না প্রতিষ্ঠিত ছিলে না।কিন্তু প্রতিষ্ঠিত হওয়ার পর তুমি অন্ধ হয়ে যাও অহংকারে র নেশায় আর ভুলে যাও সেই সময় পাশে থাকা মানুষ গুলো কে আর প্রকৃতি তোমাকে অভিশাপ দেয় সারাজীবন টাকার নেশায় পাগল হয়ে শেষ হয়ে যাও ভেতর থেকে।।

বাংলা

এটা সত্যি যে বাংলা রামনবমী পালন করে না কারন রাম🏹বহিরাগত কিন্তু যিশু✝️ খোদ বাংলার ছেলে..কোলকাতায় যিশুর জন্মস্থান📍আমিই এতোদিন ভুল জানতাম🤷🏻‍♂️

Wednesday, 25 December 2024

তৈরি থেকো..

তৈরি থেকো
একদিন ঠিক
পালিয়ে যাব চলে।
তোমায় ঘুম পারিয়ে
হারিয়ে যাব হটাত
 কিছুনা বলে।
ঘুমিয়ে থাকার
অভিনয় টা জতই
তুমি করবে!
একদিন তো আমার আদুরে
তোমার চোখ
বুজিয়ে দেবে।।

Monday, 23 December 2024

প্রকৃতি আমাকে সাজিয়ে রাখে

সব দুঃখ চলে গেছে,সব রোগ সেরে গেছে,যত অশান্তি ঝামেলা শেষ হয়ে গেছে,আমি নতুন পথে এগিয়ে যায় আর প্রকৃতি আমাকে সাজিয়ে রাখে।

Thursday, 12 December 2024

আমি যা চাই তাই পাই

আমি যা চাই ইউনিভার্স আমাকে তাই দেয়,একদিন আমিও রাজা হবো,কোনো স্বৈরাচারী অহংকারী ভ্রষ্টাচারী রাজা নয়।আমি একজন আদর্শ রাজা হবো, মানুষের মন জয় করবো।সবাই দূর থেকেই আমাকে ভালোবাসবে আমার জন্য প্রার্থনা করবে যে পৃথিবীর সমস্ত নতুন প্রজন্ম যেন আমার মতো হয়ে উঠে।একদিন আমার মা বাবা ও গর্ব করে বলে কোনো জন্মের পুণ্যের ফলে আমার মতো একজন কে জন্মদিতে পেড়েছি।

manifestation is real

One day my parents were proud of me for giving birth to someone like me.
What I want is what the universe gives me, one day I will be a king of the world, not an autocratic arrogant corrupt king.I will be an ideal king, win the hearts of people. Everyone will love me from afar and pray for me that all the new generations of the world become like me. .One day my parents were proud of me for giving birth to someone like me.