Tuesday, 8 July 2025

তোমার চোখে জল দেখেছি

তোমার চোখে জল দেখেছি 
জিগ্যেস করতে ইচ্ছে হয়
কি হয়েছে?কিসে কষ্ট পেয়েছ!?
জানো না আমি আর এখন তোমার কাছে নেই!
কিন্তু শিখিয়ে দেয়েছি তো,
যে আমি না থাকলেও কিভাবে জিতে যেতে হয়।
জানো!এখন আর আমার খারাপ লাগেনা কষ্ট হয়না!
কারণ আমি ই শুধু হেরে গেছি তোমার কাছে...😔
সবকিছু তো আমিই শিখিয়েছিলাম...।

No comments:

Post a Comment