Saturday, 5 July 2025
ফরসা রাই সমাজে সুন্দরী র স্বীকৃতি পেয়েছে
মেকাপ আর্টিস্ট রা কালো শ্যামলা চেহারা র মেয়েদের সাজিয়ে এমন ভাবে Represent করে যেন আগে কুৎসিত ছিলো এখন সুন্দর লাগছে।আমি তাই ভাবি শ্যামলা মেয়েদের নিয়ে ছেলেদের কখনো কোনো সমস্যা ছিলোই না,যতনা সমাজের এই কুৎসিত আর্টিস্ট রা যে ভাবে দেখায় কালো মেয়েদের,ওরা বার বার মাথার ভেতর ঢুকিয়ে বোঝানোর চেষ্টা করে যে ক্রিম মাখলেই ফরসা হয়ে যাবে আর ফরসা রাই সমাজে সুন্দরী র স্বীকৃতি পেয়েছে। তাহলে দোষ টা কার বুঝলেন তো,সমাজের আসল শত্রু কারা বুঝলেন তো!শুধু শুধু ছেলেদের দোষী বানিয়ে কালো মেয়েদের বার বার কুৎসিত বলে দেখানো হয়,যতসব অশিক্ষিত মূর্খ।সাদা কালো দুটো রঙ মাত্র যেমন রাত আর দিন এই দুই পার্থক্য কে সুন্দর বা কুৎসিত বলে বিচার করার অধিকার ওদের কে দিয়েছে হ্যা??
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment