Tuesday, 22 April 2025
স্বপ্ন টা মিথ্যা সেটা স্বপ্নেই টের পেয়েছিলাম
হঠাৎ আমি বাড়ি পৌঁছে গেছি সবার সাথে দেখা করার চেষ্টা করছি,ঠিক তখনই যাচ্ছি একজনের(হয়তো দীপা) সাথে দেখা করতে কিন্তু সেখানে ঘোষ এর সাথেই দেখা হলো মানে দুজনের সাথে একইসাথে দেখা হলো।।ঘোষ আমাকে ছোট করলো আগের মতন।কিন্তু সেখান থেকে ফেরার সময় বাড়ি আসলাম বাবার সাথে দেখা হলো কথা বললাম,ঠিক তখনই স্বপ্ন টা মিথ্যা সেটা স্বপ্নেই টের পেয়েছিলাম,,কারণ আমি তো যেখানে আছি সেখান থেকে বাড়ি যেতে ২ দিন সময় লাগবে তাহলে কি করে সম্ভব এই ভাবেই এই চিন্তা টা স্বপ্নের মধ্যে আমার মাথায় আসলো আর আমি বুঝতে পারলাম আমি স্বপ্ন আছি।।ঠিক তখনই কিছু একটা পালটানোর চেষ্টা করছিলাম কিন্তু কোনো অজানা শক্তি আমাকে সেটা করতে দিলো না আমাকে সেই জায়গা থেকে বাস্তবে নিয়ে আসলো আমি ঘুম থেকে জেগে গেলাম।।জানিনা বুঝলাম না এমন টা আমার সাথে কেন হলো প্রথম বার তাই এই অভিজ্ঞতা লিখে রাখছি এখানে যদি কোনো দিন কাজে আসে।।কারন আমিও দেখতে চাই যে কোনো কিছুই কোনো কারণ ছাড়া ঘটে না এই জগতে বিশ্বব্রহ্মাণ্ড এ।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment