Monday, 28 April 2025

মায়াবী জীবন

যেটা সবার চোখে সুন্দর সে জিনিস সবার প্রথমে ভালো লাগে,কিন্তু যে জিনিস তোমার কাছে আছে, সেটা তুমি না চাইলেও তোমার কাছে আছে!তাই দেখতে দেখতে ভালো লাগে এমন টা সবাই ভাবে.. আসলে ভালো লাগাটা মন থেকে আসে ভেতরের অনুভূতির প্রকাশ, কারণ যেটা তোমার কাছে আছে সেটা কেনই বা ভালো লাগবে?ওটা কে ভালো লাগা বলে না মায়ার জড়ানো বলে।ভালো লাগা টা সারাজীবন তোমার থেকে দূরে থাকে দূরে চলে যায়।আর তুমি না চাইলেও তোমার কাছে থেকে যায় শুধু মায়া জড়ানো জিনিস টা...

No comments:

Post a Comment