যারা চোর কে আড়ালে রেখে বাড়ির মালিক কে দোষারোপ করেন।ক্রিমিনাল কে ক্লিনচিট দিয়ে মানুষ কে দোষারোপ করেন,বাড়ির মালিককে প্রশ্ন করেন।🫡🤬
তুমি একদিন বাড়ির দরজায় একদিন তালা দিতে ভুলে গেলে দোষ টা তোমারই তাইনা,চোর তো চুরি করবেই ওদের দোষ কেন দেবে!ওরা তো বেচারা ওদের কাজ করছে তাইনা।?দোষ তো তোমার!তুমি তোমার শরীর নিয়ে ঘুরে বেড়াবে ক্রিমিনাল তো ওর কাজ করছে,তাই তো তোমার অন্ডকোষ কেটে গলা কেটে দিয়ে চলে যাবে,ফালতু ফালতু ওদের দোষ দিচ্ছ।তুমি সতর্ক থাকো ক্রিমিনাল তো ওদের কাজ করবেই তাইনা।।।যত সব দোষ তোমার তুমি ই বাড়ির দরজায় তালা কেন দেবে না,সব চেয়ে বড়ো দোষী তুমি, কেন তুমি তোমার বডি নিয়ে ঘুম বেড়াবে..?
অশিক্ষিত রা মানতেই চাইনা.. বুঝবে না।।আশা করি আমি কি বলতে চাইলাম শিক্ষিত রা ঠিক বুঝেছেন।
#phalgam #phalgamkashmir 🚩
No comments:
Post a Comment