Thursday, 3 July 2025

মাথা ফাটিয়ে বুক চিরে দেখিয়েআগুনে পুড়লেও পরবে না ফারাক কিছু...

হারিয়ে গেছি অনেক দূরে
খুজে পাবে না আর,
নিজেকে অনেক সামলে নিতে
শিখে গিয়েছি আজ।।
বোকার মতো অপেক্ষায় ছিলাম
ভেবেছিলাম সবই মিথ্যা! 
সময় আমাকে শিখিয়ে দিলো
আমি আমার স্বত্বা।
এসব লিখে কি আর হবে
বুঝবে না তোমার চিন্তা!
অসব ভালো স্মৃতি কিছু পুরনো সময়
ভালো সময়ের অপেক্ষা শুধু! 
মাথা ফাটিয়ে বুক চিরে দেখিয়ে
আগুনে পুড়লেও পরবে না ফারাক কিছু...

Wednesday, 2 July 2025

আজ ঠিক জিনিস গুলো তেও ভুল ভাবি

মাঝে মাঝে ভুল করতে করতে কখনো সঠিক জিনিস টা পেয়ে গেলেও আমরা ওটা চিনতে ভুল করে ফেলি কারন ততদিনে ভুল গুলো কে ঠিক ভেবে ভেবে সবকিছু কেই ভুল বুঝতে শিখে গেছি। তাই আজ ঠিক জিনিস টা কাছে পেলেও ভুল ই মনে করে আবার ভুলে যাই পুরনো নিয়মে।