Thursday, 10 July 2025
যদি তাকে ভালোবাসো...
তাহলে শেষ চেষ্টা পর্যন্ত ভালোবাসো,সমাজের নিয়মের বাঁধনে না বেধে সমাজ কে বুড়ো আঙুল দেখিয়ে ভালোবাসো,পৃথিবীর শেষ অব্ধি ভালোবাসো..”শেষে হেরে গেলেও মনে শান্তি রেখে মরে যাবে এই ভেবে যে আমি আমার শেষ অব্ধি ভালোবেসেছি...আমি হারিনি..হেরেছে সময় যে আমাকে ফেরত দেবেই কোনো এক নতুন রূপে নতুন কোনো জন্মে...”
Tuesday, 8 July 2025
তোমার চোখে জল দেখেছি
তোমার চোখে জল দেখেছি
জিগ্যেস করতে ইচ্ছে হয়
কি হয়েছে?কিসে কষ্ট পেয়েছ!?
জানো না আমি আর এখন তোমার কাছে নেই!
কিন্তু শিখিয়ে দেয়েছি তো,
যে আমি না থাকলেও কিভাবে জিতে যেতে হয়।
জানো!এখন আর আমার খারাপ লাগেনা কষ্ট হয়না!
কারণ আমি ই শুধু হেরে গেছি তোমার কাছে...😔
সবকিছু তো আমিই শিখিয়েছিলাম...।
Monday, 7 July 2025
তোমার ভালোবাসা দিয়ে
যদি বাঁচিয়ে রাখতে না পারি,
তাহলে কিসের প্রেম কিসের ভালোবাসা!
এ মনে বিশ্ব ভরা শক্তি আছে
তোমার ভালোবাসায় একটু একটু করে গড়া।
তোমার ভালোবাসা দিয়ে
সাহস যুগিয়ে দিয়েছ বার বার,
যখনই পড়েছে দরকার!
এই একটা আমি আমার!আর কি চাই?
এই ওটুকুই তো ভরসা আশা...
Saturday, 5 July 2025
ফরসা রাই সমাজে সুন্দরী র স্বীকৃতি পেয়েছে
মেকাপ আর্টিস্ট রা কালো শ্যামলা চেহারা র মেয়েদের সাজিয়ে এমন ভাবে Represent করে যেন আগে কুৎসিত ছিলো এখন সুন্দর লাগছে।আমি তাই ভাবি শ্যামলা মেয়েদের নিয়ে ছেলেদের কখনো কোনো সমস্যা ছিলোই না,যতনা সমাজের এই কুৎসিত আর্টিস্ট রা যে ভাবে দেখায় কালো মেয়েদের,ওরা বার বার মাথার ভেতর ঢুকিয়ে বোঝানোর চেষ্টা করে যে ক্রিম মাখলেই ফরসা হয়ে যাবে আর ফরসা রাই সমাজে সুন্দরী র স্বীকৃতি পেয়েছে। তাহলে দোষ টা কার বুঝলেন তো,সমাজের আসল শত্রু কারা বুঝলেন তো!শুধু শুধু ছেলেদের দোষী বানিয়ে কালো মেয়েদের বার বার কুৎসিত বলে দেখানো হয়,যতসব অশিক্ষিত মূর্খ।সাদা কালো দুটো রঙ মাত্র যেমন রাত আর দিন এই দুই পার্থক্য কে সুন্দর বা কুৎসিত বলে বিচার করার অধিকার ওদের কে দিয়েছে হ্যা??
Thursday, 3 July 2025
মাথা ফাটিয়ে বুক চিরে দেখিয়েআগুনে পুড়লেও পরবে না ফারাক কিছু...
হারিয়ে গেছি অনেক দূরে
খুজে পাবে না আর,
নিজেকে অনেক সামলে নিতে
শিখে গিয়েছি আজ।।
বোকার মতো অপেক্ষায় ছিলাম
ভেবেছিলাম সবই মিথ্যা!
সময় আমাকে শিখিয়ে দিলো
আমি আমার স্বত্বা।
এসব লিখে কি আর হবে
বুঝবে না তোমার চিন্তা!
অসব ভালো স্মৃতি কিছু পুরনো সময়
ভালো সময়ের অপেক্ষা শুধু!
মাথা ফাটিয়ে বুক চিরে দেখিয়ে
আগুনে পুড়লেও পরবে না ফারাক কিছু...
Wednesday, 2 July 2025
আজ ঠিক জিনিস গুলো তেও ভুল ভাবি
মাঝে মাঝে ভুল করতে করতে কখনো সঠিক জিনিস টা পেয়ে গেলেও আমরা ওটা চিনতে ভুল করে ফেলি কারন ততদিনে ভুল গুলো কে ঠিক ভেবে ভেবে সবকিছু কেই ভুল বুঝতে শিখে গেছি। তাই আজ ঠিক জিনিস টা কাছে পেলেও ভুল ই মনে করে আবার ভুলে যাই পুরনো নিয়মে।
Subscribe to:
Posts (Atom)