Wednesday, 2 April 2025

প্রকৃতি একটা আশীর্বাদ হলে প্রকৃতি র নিয়ম গুলো এক একটা অভিশাপ 🌱

বৃষ্টি এমন একটা কিছু যে তোমাকে মনে করিয়ে দেয় তুমি কোথায় এসেছ..যতদিন তুমি হাওয়ায় ভেসে বেড়াচ্ছিলে বৃষ্টি তোমাকে বুঝিয়ে দেয় তুমি কোথায় এসে ঠেকেছ।কোথায় তোমার সৃষ্টি আর কোথায় তোমার পরিনতি। বৃষ্টি তে শুধু মাটি ই ভেজায় না সে ভিজিয়ে দেয় তোমার ভেতরের বীজটি কে যেটা আস্তে আস্তে অঙ্কুরিত হয় আর বুঝিয়ে দেয় তুমি কি আর কোথায় গিয়ে তুমি বিস্তারিত বিশ্লেষণ করতে পারো..তাহলে বৃষ্টি কি শুধু প্রাকৃতিক কিছু একটা? দিনের পর দিন মাসের পর মাস যখন রোদে পুড়ে শুকিয়ে গেছে গাছ পাতা গুলো তারা জানে এক পশলা বৃষ্টি তাদের জন্য কতটা প্রয়োজনীয়, সময় মতো নিয়ম করে কজন তাদের কে সাজিয়ে গুছিয়ে রাখে দুইদিন খাবার না পেলে একটা ফুল গাছ ও ফুল দিতে ভুলে যায়..আর তুমি কিছু না করেই সামনের মানুষ টার কাছ থেকে আদর পেতে চাও ভালোবাসা পেতে চাও!! প্রকৃতি নিয়ম র বাইরে কি ই বা পাবে তুমি যা দেবে তাই তো ফেরত পাবে...তাই সঠিক সময়ে সঠিক যত্নে সাজিয়ে না রাখলে হয়তো শুকিয়ে মারা যাবে নইতো শিকড় গজিয়ে খুজতে থাকবে নদীর তীরে বয়ে যাওয়া কোনো নালা...আর শেষ অব্ধি চেষ্টা র পর যদি জলাশয় পর্যন্ত বিস্তৃত না হতে পারে তাহলে নতুন করে শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায়...তাই প্রকৃতি একটা আশীর্বাদ হলে প্রকৃতি র নিয়ম গুলো এক একটা অভিশাপ 🌱

No comments:

Post a Comment