ভুলের কোনো প্রায়শ্চিত্ত হয়না!তুমি প্রকৃতি র কাছে যা রাখবে সে তোমাকে সেটাই ফেরত দেবে যতই তুমি নিজেকে শাস্তি দিয়ে তার প্রায়শ্চিত্ত প্রমান করো!একটা ভুল করলে তার জন্য যত বড়ই সঠিক কাজ করো না কেন ওই ভুল কাজ টার খেসারত তোমাকে একদিন দিতেই হবে...
আমার মনে হয় পস্তানো একটা বড় শাস্তি সেটা তোমার নিজের ভেতরের সমস্ত কিছু কে তচনচ করে দিতে পারে..তাই নিজের করা ভুল গুলো কে নিজেকে মেনে নিতেই হবে সেটা ভুল করেই করো আর জেনে বুঝে..🔄
No comments:
Post a Comment