আসলে এক একজনের জীবন এক একরকম ভাবে বিস্ময়কর অসম্ভব বিশৃঙ্খল গল্প তাই সবার জীবন একই নিয়ম রীতি মেনে চলতে হবে এমন নয়।এই জন্য জ্ঞ্যান তুমি সবার কাছ থেকে নিতেই পারো কিন্তু নিজের জীবন কিভাবে চলছে সেটা তুমি নিজেই জানো,আর সেটা কিভাবে প্রতিনিয়ত মানিয়ে নিয়ে মেনে নিয়েছ সব কিছু,সমস্ত সমস্যা।।সেটা একমাত্র তোমার নিজস্ব জ্ঞ্যান যেটা তোমার কখনো মাথা'র ভিতর বা কখনো মন থেকে আসে।।
No comments:
Post a Comment