Tuesday, 11 June 2024

কর্মফল সুন্দর তাই ভয়ানক ও

 অনেকে কর্মফল নিয়ে অনেক রকম মন্তব্য করে!

কিন্তু আসল কথা হচ্ছে যখন নিজের সাথে খারাপ কিছু ঘটে অন্য কোনো কারোর দ্বারা শুধু তখনই কর্মফলের গুনগান শোনা যায় কর্মফল এই কর্মফল ঐ

মানে মদ্দা কথা হচ্ছে অন্য কেউ খারাপ কাজ করলে বাজে কিছু করলে শুধু তখনই কর্মফল কনসেপ্ট মাথায় আসে তাই না আর যখন নিযে খারাপ কাজ করবে বাজে ভাবে আঘাত করবে সামনের মানুষটা কে, তখন সব ঠিক আছে নীতি বাক্য আমি যা করছি ঠিক ই করছি বাহ বাহ👏🏻👏🏻 কি সুন্দর নিজের বেলায় কিন্তু কর্মফলের কথা মাথাতেও আসে না তখন কিন্তু যা হয়েছে ভালো হয়েছে বেশ করেছি যা করেছি, নিজেই নিজের মনের মধ্যে বলে বসে এই টুকু ভুল করলে কিছু হবে না।সামনের মানুষ টাকে কিছু বলতে না পারলে কিছু করতে না পারলে রিটার্ন জবাব দিতে না পারলে মনে মনে তো ইচ্ছে মতো গালিগালাজ দেওয়াই যায় আর উপরে উপরে বলতে শোনা যায় সব উপর ওয়ালা দেখছে তাই না তুই তোর পাপের শাস্তি পাবি বাহ রে বাহ..👏🏻শুনে রাখো বন্ধু যে ব্যবহার টা তুমি এখন পেলে অন্যের দ্বারা একটু ভেবে দেখো এটাও কিন্তু তোমার কর্মফল ঠিক আছে.. বিনা কারণে কেউ তোমাকে কেউ কিচ্ছু করতে পারেনা প্রত্যেক টা মানুষ শান্তি তেই থাকতে চাই তুমি আজকে নিজের সুবিধা পূরণ এর জন্য নিজের পাওয়ার দেখিয়ে ক্ষতি করে যাবে সে হয়তো তোমাকে কিছু করতে না পারল কিন্তু কেউ না কেউ একদিন না একদিন ঠিক তোমাকে জবাব দিয়ে যাবে আর তুমি ভাববে আমি কিছুই করিনি তবু কেন ঐ মানুষ টা আমার সাথে এমন করলো! 🤔কর্মফল এটাকেই বলে ঠিক আছে...🔄

No comments:

Post a Comment