Saturday, 8 June 2024

ছেলেটা বোকা...

 ছেলেদের মতো বোকা আর সমাজে হয় না,

সুখে থাকতে ভূতে কিলায়!

ভালোই সুন্দর ভাবে যখন খুশি যা মন চাই করতে পারে যেখানে ইচ্ছে যেতে পারে রাতে যখন ইচ্ছে বাড়ি ফিরতে পারে যা ইচ্ছে তাই খেতে পারে তারপর একদিন এতো খুশি কেন আমার জীবনে ব্যস না তা হতে দেওয়া যাবে না!নিজেই ফেসবুকে Hi লিখে মেয়ে খুঁজবে,খুঁজে লাথি বকা গালাগাল শুনে প্রেম করার জন্য কত না নাটক করবে তারপর প্রেম এ পড়লে ওই মেয়ে টা র পা চাটা চাকর হয়ে পড়ে থাকবে.সে যখন যেখানে নিয়ে যেতে বলবে নিয়ে যাবে,টাকা খরচা করে রেস্টুরেন্টে খাওয়াবে কসমেটিক জিন্স টপ কিনে দেবে.নিজের একটা স্বাধীন জীবন ছেড়ে এই ভাবে শেষ হয়ে যায় একদিন যখন একটা কথা শুনতে একটু ভুল হয়ে গেলো ব্যস তারপর মেয়ে টা ছেড়ে চলে গেলো.. তারপর মদ গাঁজা সিগারেট চলল কবির সিং এর মতো জীবন ব্যস ওই যে পুরনো জীবন টা যে কতো ভালো ছিলো সে আর কে বোঝাবে না তাকে তো প্রেমে পড়তেই হবে।।খুব অসহায় লাগে এইসব দেখে তাদের জন্য...ছেলেরা কতো টা বোকা হায়রে ছেলে হায়🐒এখানে শুধু প্রেম এর কথা বললাম না ঠিক বিয়ে করাটাও সেই একই ছাচে তৈরি জীবন...🙈🙉🙊

No comments:

Post a Comment