Monday, 24 June 2024
সূর্যমুখী র নিঃস্বার্থ ভালোবাসা
মনের মধ্যে অনেক অনুভূতি জমে থাকে প্রকাশ করার মতো একটা সেফ জায়গা প্রত্যেক টা মানুষ বা জীবের দরকার পরে বলে আমার মনে হয়।কারণ বাইরে থেকে চেহারা টা যেমনটা ই হোক ভেতরের আত্মা টা একই তাইনা!একটা ফুলের ও সেই অনুভূতি থাকে বলে আমার মন বলে!কি ভুল বললাম?মানুষের মতো ফুলেরও কিছু ধর্ম থাকে যে সে কোনো ভগবান এর পায়ে পুজিত হোক বা কোনো এক মানুষ তার ভালোবাসা দিয়ে তাকে গ্রহণ করুক,নিবেদন করুক কোনো এক প্রেমিক বা প্রেমিকার জন্য ভালোবাসার চিহ্ন হিসাবে..তাই প্রত্যেক টা ভিন্ন ভিন্ন ফুলের আলাদা আলদা গুন থাকে এটা সকলেরই জানা নিশ্চয়ই কিন্তু আমার সব থেকে বেশি প্রিয় এই সূর্যমুখী🌻ফুল কারণ সে অন্য ফুলের মতো কাঁটা দেয় না,রক্ত ঝরাই না তাকে অনায়াসে ছুঁতে পারবে কোনো বাঁধা দেয় না,কোনো অহংকার নেয়,তাকে দেখলেই তোমার মন ভেতর থেকে এক আলাদা শান্তি আনে মন টাকে প্রফুল্ল করে দেয়।সে শুধু হাসতে জানে খুশি মুখে তাকিয়ে থাকে আর এই হাসতে হাসতে একদিন ঝরে যায় কোনো বিরোধ করে না আফসোস করে না No Complaint No Demand 🌻আসলে সূর্যমুখী সে সারাটা জীবন নিঃস্বার্থভাবে ভালোবেসে যায় কোনো আঘাত দেয় না...🌻❤️
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment