_________________________________
কিছু মেয়েদের এতো হিংসাত্মক চিন্তা ভাবনা কেন বুঝিনা!আগাগোড়াই মেয়েদের কে সম্মান দিয়ে এসেছে সমস্ত পুরুষেরা তবুও এখন কার মেয়েরা একটু বেশি রকম করেই হিংসাত্মক চিন্তা ভাবনা অন্য নতুন ভালো চিন্তা ভাবনা র মেয়েদের মাথায় বিষ এর মতো করে ভরে দিচ্ছে। কেন এতো হিংসা পুরুষের উপর? কি ক্ষতি করেছে তোদের? সারাজীবন নিজের ঘাম ঝরিয়ে মাথা খাটিয়ে তোকে যে বাবা মানুষ করলো বড়ো করলো তারপর যখন বুকের ভেতর টা ফেটে গেলেও অন্যের হাতে তুলে দিলো আবার অন্য এক পুরুষের হাতে, যে পুরুষ সারাদিন তোর ভালোর জন্য কোথায় না কোথায় লড়াই করছে ঝগড়া ঝামেলা করে তোকে সুখ দেওয়ার জন্য সারাদিন রোদে পুড়ছে বৃষ্টি তে ভিজচ্ছে তোর খুশি র জন্য তারপরেও সেই বাবা সমান পুরুষ জাতি কে অপমান করে একতরফা গালিগালাজ করতে একটুও বুকের ভেতর বিবেকে আঘাত করে না...এতো কিছু করার পরেও একটা দিন নিজের শাশুড়ী র কাছে একটু আদর একটু ভালোবাসা পাচ্ছে বলে এতো হিংসা এতো ঈর্ষা কেন??এটাই কি নারীর আদর্শ???
No comments:
Post a Comment