Wednesday, 20 November 2024

তুমি ও তো একটা পৃথিবী 😇

 তুমি ও তো একটা পৃথিবী 😇

গভীর কথা বলে ফেললাম😜

আচ্ছা আমি পরিস্কার করে বিশ্লেষণ করে দিচ্ছি।আমরা সবাই এক একজন এক একটা পৃথিবী।।। পৃথিবীটা যেমন সুন্দর আবার কুৎসিত আনন্দের আবার কষ্টের।।। তেমনি আমাদের জীবন টাও তেমন।। মনের ভেতর অনেক এমন অদ্ভুত আজব জটিল সুন্দর কিছু ঘটে যায়😇😇

Tuesday, 19 November 2024

আবেগ..

 আবেগ..

জীবন কে সুন্দর করতে পারে আবার ধ্বংসের দিকেও নিয়ে যেতে পারে!এখানে কথা হচ্ছে আবেগ যে এসেছে সেটা বুঝবো কিভাবে!?সাধারণ ভাবে খুব কম সময়ের জন্য গভীর অনুভূতির প্রকাশ কে আবেগ বলা যেতে পারে।আমরা যখন আবেগের দুর্যোগ এ পরি, তখন আমরা সামনে যে পরিস্থিতি ই থাকুক না কেন সেটা কেই সত্যি বলে মনে করি আর পস্তাই পশ্চাতে তে গিয়ে।আসল কথা হলো শুরু তে ক্ষনিকের অনুভূতির মায়া তে খুব সুন্দর অনুভব হলেও পরবর্তীতে দীর্ঘ সময়ে র জন্য জীবনে বিষাদের ছায়া হয়ে তছনছ করে দিতে পারে এই আবেগ।তাই আবেগ মানে ক্ষনিকের সুন্দর অনুভূতি কে বুঝতে হবে আমাদের অপেক্ষা করতে হবে যে সেই সুন্দর মায়াবী অনুভূতি গুলো কতক্ষনের জন্য জীবনে স্থিত,যদি এই মায়াবী অনুভূতি কে বুঝতে শিখে যায় তাহলে এই আবেগ রুপি ধ্বংসের বীজ অঙ্কুরিত হওয়ার আগেই জীবনে অনেক টা এগিয়ে যাওয়া যাবে।

আন্তর্জাতিক পুরুষ দিবস তাই আর কি কিন্তু আসিলে আজ আন্তর্জাতিক বোকাদের দিবস🤡

 মহাদেব পত্নী সতী'র মৃত্যু তে উন্মাদ হয়ে ধ্বংসলীলায় মেতেছিলেন,নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন..ভগবান শ্রীরাম পত্নী সীতাকে উদ্ধার এর জন্য নিজ দেশ থেকে বিদেশ পারি দিয়ে মহাযুদ্ধ করেছিলেন,উদাহরণ আরও আছে এমন অনেক,

শুধু পুরুষ কেই বার বার পাগল হতে হয়েছে শুধু পুরুষ কেই ধ্বংসের খেলায় মাততে হয়েছে,

ছোটো থেকে যারা বড়ো করলো তাদের কথা মাথায় রেখে দিনের পর দিন বছরের পর বছর নিজের ইচ্ছা গুলো কে বিসর্জন দিয়ে পাশের মানুষ গুলো কে সুখী করতেই নিজেকে ভেতর থেকে শেষ করে দেয় পুরুষ।। পছন্দের মানুষ টাকে ভুলে গিয়ে পরিবারের জন্য অচেনা মানুষ কে পছন্দসই বানাতে গিয়ে জীবন টাকে সমাজের নিয়মে নিজেকে ক্ষত করতে পারে পুরুষ।

বাইরে থেকে কঠিন শান্ত গম্ভীর পুরুষ ভেতর থেকে কতটা কোমল কতটা হালকা কে ই বা খোঁজ নিলো..!


বিশ্বাস করুন পুরুষ জাতির মতো বোকা জীব পৃথিবীতে আর বোধহয় নেই..পুরুষ শেয়াল যখন কোনো স্ত্রী শেয়াল জীবন সাথী বানিয়ে ফেলে তারপর তার সাথী মারা যাওয়ার পর সারাজীবন একাই জীবন কাটিয়ে ফেলে কিন্তু স্ত্রী শেয়াল এমন টা করে না সে সাথে সাথেই আরেকজন কে মেনে নিয়ে জীবন শুরু করে।ছেলেরা বোকা সে সারাজীবন এ শৈশব থেকে কৈশোর এবং যৌবন পর্যন্ত নিজেকে তৈরি করার পরই সে কোনো এক পছন্দসই কে বিয়ে করে নেই মানে ছেলেরা চাকরি পাওয়ার পরই বিয়ে করে নেই (মেয়েদের ক্ষেত্রে কিন্তু এমন টা নয়) তারপর এক অজানা সুখের আশায় নিজেকে শেষ করে দেয় পরিবার সংসারের জাতা কলে।কখনো নিজেকে নিয়ে ভাবতেই পারলো নিজেকে ঠিক করে সময় ই দিতে পারলো না যে কি চেয়েছিল সে আর কি নিয়ে জীবন শেষ হয়ে গেলো সেই শেষ সময়ে নিজেকে জোকার ছাড়া আর কিছুই মনে হয় না.. তাই পুরুষ হলো বোকা সারাজীবন ই অজানা সুখের শান্তির আশায় সব কিছু বিলিয়ে দেওয়ার পর নিজেকেই ভুলে গেছে কতশত পুরুষ.. যায় হোক আজ ছিল আন্তর্জাতিক পুরুষ দিবস তাই আর কি কিন্তু আসিলে আজ আন্তর্জাতিক বোকাদের দিবস🤡

Sunday, 17 November 2024

অভিমান রাগ অনুভূতি

 অভিমান,রাগ যার কারণে মনে স্থান পাই সেই ব্যক্তি টি তোমার মনে জায়গা অবশ্যই নিয়েছে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে এই অভিমান এই রাগ কতক্ষণ থাকবে সময়ের সাথে সাথে ব্যক্তি টি ও বদলে যাবে রাগ অভিমানে র ওজন ও কমে যাবে।এগুলো জীবনের একটা শৃঙ্খলা, রীতি যেগুলো কেউ কোনোদিন বদলা তে পারে নি।পরিবর্তন হলো জীবনের সমার্থক,যে বুঝলো সে সুখী আর যে বোঝেনি সে আবার একই নিরন্তর জীবন..

জীবন মেতেছে মৃত্যুর নেশায়

নিজেকে বাঁচিয়ে রাখাও একটা চ্যালেঞ্জ। একবার জীবন যদি মৃত্যুর সুখ পেয়ে যায় তাহলে সে মৃত্যুর নেশায় পাগল হয়ে যায়।সেটা একবারে হোক বা তিলে তিলে জীবন নিরন্তর চেষ্টা করতেই থাকে শেষ করার জন্য কারণ জগতে যত আনন্দের সুখ আছে সবগুলোই নেশার অংশ ধ্বংসের বীজ আর সেটা থেকে নিজেকে সংযত রাখা সত্যিই কঠিন।প্রত্যেক টা জীবন মৃত্যুর খেলায় মেতেছে আর বোকা মস্তিষ্ক কিছুই জানে না দিন দিন বিকলাঙ্গ হয়ে যাচ্ছে।

Thursday, 7 November 2024

ছট পূজা বিহারের না বাংলা র?


 ছট পূজা যেমন বিহারে হতো তেমনি জগদ্ধাত্রী পূজা ও কৃষ্ণ নগরে।।। এখন কথা হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্র যখন চন্দননগর এ আসেন সেখানেই জগদ্ধাত্রী পূজা শুরু করেন সেই থেকে এমন অবস্থা। এবার বিহারের মানুষ যদি আশ্রয় নিয়ে বাস করেন পশ্চিমবঙ্গে তাহলে সেই পূজা তো এখানে হবেই।মূর্খ দের কিভাবে বোঝাবো তারা তো বুঝতেই চাইনা আর ভুল বুঝিয়ে সাধারণ মানুষের মনে হিংসা চালনা করে।এতে হিংসা র কি আছে বুঝিনা।কিন্তু একটা কথা জানি বিশেষ সম্প্রদায়ের মানুষজন এসব এ হিংসা করে😇