Thursday 7 November 2024

ছট পূজা বিহারের না বাংলা র?


 ছট পূজা যেমন বিহারে হতো তেমনি জগদ্ধাত্রী পূজা ও কৃষ্ণ নগরে।।। এখন কথা হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্র যখন চন্দননগর এ আসেন সেখানেই জগদ্ধাত্রী পূজা শুরু করেন সেই থেকে এমন অবস্থা। এবার বিহারের মানুষ যদি আশ্রয় নিয়ে বাস করেন পশ্চিমবঙ্গে তাহলে সেই পূজা তো এখানে হবেই।মূর্খ দের কিভাবে বোঝাবো তারা তো বুঝতেই চাইনা আর ভুল বুঝিয়ে সাধারণ মানুষের মনে হিংসা চালনা করে।এতে হিংসা র কি আছে বুঝিনা।কিন্তু একটা কথা জানি বিশেষ সম্প্রদায়ের মানুষজন এসব এ হিংসা করে😇