অভিমান,রাগ যার কারণে মনে স্থান পাই সেই ব্যক্তি টি তোমার মনে জায়গা অবশ্যই নিয়েছে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে এই অভিমান এই রাগ কতক্ষণ থাকবে সময়ের সাথে সাথে ব্যক্তি টি ও বদলে যাবে রাগ অভিমানে র ওজন ও কমে যাবে।এগুলো জীবনের একটা শৃঙ্খলা, রীতি যেগুলো কেউ কোনোদিন বদলা তে পারে নি।পরিবর্তন হলো জীবনের সমার্থক,যে বুঝলো সে সুখী আর যে বোঝেনি সে আবার একই নিরন্তর জীবন..
No comments:
Post a Comment