Sunday, 17 November 2024

অভিমান রাগ অনুভূতি

 অভিমান,রাগ যার কারণে মনে স্থান পাই সেই ব্যক্তি টি তোমার মনে জায়গা অবশ্যই নিয়েছে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে এই অভিমান এই রাগ কতক্ষণ থাকবে সময়ের সাথে সাথে ব্যক্তি টি ও বদলে যাবে রাগ অভিমানে র ওজন ও কমে যাবে।এগুলো জীবনের একটা শৃঙ্খলা, রীতি যেগুলো কেউ কোনোদিন বদলা তে পারে নি।পরিবর্তন হলো জীবনের সমার্থক,যে বুঝলো সে সুখী আর যে বোঝেনি সে আবার একই নিরন্তর জীবন..

No comments:

Post a Comment