Sunday, 17 November 2024

জীবন মেতেছে মৃত্যুর নেশায়

নিজেকে বাঁচিয়ে রাখাও একটা চ্যালেঞ্জ। একবার জীবন যদি মৃত্যুর সুখ পেয়ে যায় তাহলে সে মৃত্যুর নেশায় পাগল হয়ে যায়।সেটা একবারে হোক বা তিলে তিলে জীবন নিরন্তর চেষ্টা করতেই থাকে শেষ করার জন্য কারণ জগতে যত আনন্দের সুখ আছে সবগুলোই নেশার অংশ ধ্বংসের বীজ আর সেটা থেকে নিজেকে সংযত রাখা সত্যিই কঠিন।প্রত্যেক টা জীবন মৃত্যুর খেলায় মেতেছে আর বোকা মস্তিষ্ক কিছুই জানে না দিন দিন বিকলাঙ্গ হয়ে যাচ্ছে।

No comments:

Post a Comment