Wednesday, 20 November 2024

তুমি ও তো একটা পৃথিবী 😇

 তুমি ও তো একটা পৃথিবী 😇

গভীর কথা বলে ফেললাম😜

আচ্ছা আমি পরিস্কার করে বিশ্লেষণ করে দিচ্ছি।আমরা সবাই এক একজন এক একটা পৃথিবী।।। পৃথিবীটা যেমন সুন্দর আবার কুৎসিত আনন্দের আবার কষ্টের।।। তেমনি আমাদের জীবন টাও তেমন।। মনের ভেতর অনেক এমন অদ্ভুত আজব জটিল সুন্দর কিছু ঘটে যায়😇😇

No comments:

Post a Comment