Tuesday, 19 November 2024

আবেগ..

 আবেগ..

জীবন কে সুন্দর করতে পারে আবার ধ্বংসের দিকেও নিয়ে যেতে পারে!এখানে কথা হচ্ছে আবেগ যে এসেছে সেটা বুঝবো কিভাবে!?সাধারণ ভাবে খুব কম সময়ের জন্য গভীর অনুভূতির প্রকাশ কে আবেগ বলা যেতে পারে।আমরা যখন আবেগের দুর্যোগ এ পরি, তখন আমরা সামনে যে পরিস্থিতি ই থাকুক না কেন সেটা কেই সত্যি বলে মনে করি আর পস্তাই পশ্চাতে তে গিয়ে।আসল কথা হলো শুরু তে ক্ষনিকের অনুভূতির মায়া তে খুব সুন্দর অনুভব হলেও পরবর্তীতে দীর্ঘ সময়ে র জন্য জীবনে বিষাদের ছায়া হয়ে তছনছ করে দিতে পারে এই আবেগ।তাই আবেগ মানে ক্ষনিকের সুন্দর অনুভূতি কে বুঝতে হবে আমাদের অপেক্ষা করতে হবে যে সেই সুন্দর মায়াবী অনুভূতি গুলো কতক্ষনের জন্য জীবনে স্থিত,যদি এই মায়াবী অনুভূতি কে বুঝতে শিখে যায় তাহলে এই আবেগ রুপি ধ্বংসের বীজ অঙ্কুরিত হওয়ার আগেই জীবনে অনেক টা এগিয়ে যাওয়া যাবে।

No comments:

Post a Comment