সাহস এমন একটা কিছু যা সত্যিই সব কিছু কেই হার মানায় সেটা ভুল হোক বা সঠিক,তবুও অজানা কিছু মায়া কিছু ভয় সেই সাহস কে বেশির ভাগ সময় জীবন কে এগিয়ে নিয়ে যেতে বাধা দেয়।কিন্তু যদি জন্ম থেকে মৃত্যু বা ছোট জলের বিন্দু থেকে বয়স্ক ঝুলে যাওয়া শরীরে র পরিবর্তন যদি কিছুই কারো নিজের হাতে না থাকে তাহলে সাহস টাই বা কিসের বা ভয় টা বা কোথায়,আসলে সত্য এটাই যেটা শুরু হয়েছে সেটা একদিন শেষ হবে ধ্বংস হবেই।তুমি চাইলেই কিছুই পরিবর্তন করতে পারবে না,সেই ক্ষমতা আছে শুধু মাত্র প্রকৃতি র কাছে যেটা নিয়ম টা একটা নিরপেক্ষতা বজায় রেখে চলে....***
No comments:
Post a Comment