Wednesday, 21 May 2025
একটা মানুষ চুপ আছে মেনে নিয়েছে মানে এই নয় যে সে তোমাকে মাফ করে দিয়েছে..
কিছু মানুষ নিজেকে চালাক প্রমাণ করে না,কাউকে বোকা বানিয়ে। তারা আসলে তোমাকে ততক্ষণ জিততে দেয় যতক্ষণ না তুমি মানুষ টাকে বিশ্বাস করতে শুরু করো,একবার তুমি বিশ্বাস করা শুরু করলে সে তোমাকে আস্তে আস্তে তার আসল রূপ টা দেখাতে শুরু করে আর তখন তুমি শুধু বোকা ই প্রমাণিত হও না তার জন্য ততক্ষণে তুমি পাগল হয়ে গেছো!আর শুরু হয় সেই মানুষ টার প্রতিশোধ নেওয়া এক এক করে প্রত্যেক টা তোমার প্রথম দিনের তাকে ছোটো করা তাকে হারিয়ে দেওয়া গুলো সুদে আসলে উসুল করে নিতে থাকে,শেষে তোমাকে নিঃস্ব করে দেয়.. মানুষ চিনতে না পারলে যা হয় আর কি!তাই এবার থেকে কাউকে ছোটো করা,ব্যাঙ্গাত্মক করার আগে ভেবে নিও না তুমি স্মার্ট হয়ে গেলে কাউকে নিচু দেখিয়ে।একটা মানুষ চুপ আছে মেনে নিয়েছে মানে এই নয় যে সে তোমাকে মাফ করে দিয়েছে.. 🙏🏻
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment