Friday, 23 May 2025

সস্তায় কেমিক্যাল খাও আর বয়েস্ক হউ তারাতারি।

মানুষ কতটা বোকা!ওরা সেলিব্রিটি দের কথায় নিত্য প্রয়োজনীয় জিনিসটা ব্যবহার করে,না দরকার পড়লেও সেটার অভ্যাস করে ফেলে আর মনে করে আমিও সেটাই করতে পেরেছি যেটা বড়ো সেলিব্রিটিরা করে❌আসলে ওরা জানেই না ওটা শুধু মাত্র একটা বিজ্ঞাপন মাত্র যাতে বড়ো বড়ো কোম্পানি গুলো ব্যবসায় লাভবান হয় আর সেলিব্রিটি রা,তারা তো উপযুক্ত পারিশ্রমিক পান।কিন্তু আসল সত্য এই যে ওরা নিজেরা ওই জিনিস গুলো ব্যবহার ই করে না কারন ওরা জানে ওই জিনিস গুলো কতটা ক্ষতি করছে তোমার শরীর রে,সেটা এনার্জি ড্রিংক বা গুঠখা বা দৈনন্দিন জীবনের ব্যবহার এর জিনিস। ওরা জানে কোনটা শরীরে র জন্য উপকারী আর কোনটা কিভাবে ক্ষতিকর। আর তুমি সাধারণ মানুষ এটার রহস্য জানলেই না তুমি কেন এতো তারাতাড়ি বৃদ্ধ হচ্ছ আর তারা দিনদিন যৌবন ফিরে পাচ্ছে!আর ভাবছ ওরা যেটা খেতে বলছে ব্যবহার করছে ওটা গায়ে মাখলেই তার মতো সুন্দর সুন্দরী হতে পারবে।যতই যা কিছু টিভিতে, মোবাইলে বিজ্ঞাপন দেখে জিনিস টা ব্যবহার করো না কেন দিন দিন তুমি বৃদ্ধ হবে আর ওরা সুন্দরী ই থাকবে কারণ ওরা জেনেশুনেই তোমাকে সেই বিষ খেতে বলছে কারণ তুমি বয়স্ক হলেই তো কোম্পানির ব্যবসা চলবে আর সেই ব্যবসার লাভ দিয়ে ওরা আসল জিনিস টা ব্যবহার করবে তোমাকে বোকা বানিয়ে।আর বিজ্ঞাপনে বারবার দেখিয়ে যাবে এনার্জি ড্রিংক 💊মাত্র ১০ টাকা আর বাজারে ডাবের জল ৪০ টাকা 🥥।সস্তায় কেমিক্যাল খাও আর বয়েস্ক হউ তারাতারি।

No comments:

Post a Comment