Thursday, 29 May 2025

একলা স্টেশনে দাড়িয়ে ছিলে

একলা স্টেশনে দাড়িয়ে ছিলে
আমি সাথে ছিলাম না বলে,
আমি তো অনেক দূরে থাকি
সুযোগ সুবিধা নেই বলে,
একটু অপেক্ষায় বোঝা যায়,
মনের অনুভূতি গুলো।।
সময় আসবে ঠিকই..
জানি অনেক দিন হলো।।
কিছুদিন পর তুমি আমি একইসাথে একইভাবে,
থাকবো একটা ঘরে..
কি জানি চিন্তা ভাবনা তো
অনেক তোমার,
প্রচুর,
বেকার ছেলে,
আমাকে নিয়ে।।😁

No comments:

Post a Comment