আমি সাথে ছিলাম না বলে,
আমি তো অনেক দূরে থাকি
সুযোগ সুবিধা নেই বলে,
একটু অপেক্ষায় বোঝা যায়,
মনের অনুভূতি গুলো।।
সময় আসবে ঠিকই..
জানি অনেক দিন হলো।।
কিছুদিন পর তুমি আমি একইসাথে একইভাবে,
থাকবো একটা ঘরে..
কি জানি চিন্তা ভাবনা তো
অনেক তোমার,
প্রচুর,
বেকার ছেলে,
আমাকে নিয়ে।।😁
No comments:
Post a Comment