Friday, 28 February 2025
সত্যি সাহস হয়নি তাই বলা হয়নি
বাচ্চা ছেলেটা যতদিন ছোট্ট থাকে ততদিন মা.. মা... করে,মায়ের কাছেই থাকে যতসব আদর,যত্ন,আবদার অভিমান, রাগ,ভালোবাসা সমস্ত রকমের অনুভূতি গুলো।। স্কুলে বকা খেয়েছে মায়ের কাছে কান্নাকাটি, খেলতে গিয়ে ব্যথা পেয়েছে মায়ের কাছে দৌড়ে এসে জড়িয়ে ধরে যতসব অভিযোগ সরঞ্জাম সাজিয়ে গুছিয়ে থাকে।বাবা বকা দিয়েছে মায়ের আঁচলে মুখ ঢাকিয়া ফুপিয়ে কান্নাকাটি।।যেন সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড এর সমস্যা থেকে মুক্তি পেতে একমাত্র স্থান ওই একটা জায়গা।মায়ের কোল🤱🏻।।আসলে এগুলো কতটা সত্যি সেটা পৃথিবীর সমস্ত ভাষা সমস্ত শব্দ দিয়ে প্রকাশ করা যায় না!কিন্তু ওই ছোট্ট ছেলেটা যতদিন যায় বড়ো হতে হতে একদিন ভয় পাওয়া বাবা কে চিনতে পারে যে যে সারাজীবন মাথার উপর ছাদ হয়ে দাড়িয়ে ছিল কত ব্যথা কত কষ্ট ঝড় বৃষ্টি রোদ মহামারী পরিস্থিতি থেকে আগলে রেখেছে.. বড়ো হওয়ার সাথে সাথে বুঝতে পারে বাবার ভেতরের কষ্ট গুলো যেগুলো জমিয়ে জমিয়ে হাসি মুখে কখনো বুঝতেই দেয় নি ভেতরে কোন অন্ধকার জমে জমে নিজের দায়িত্ব গুলো মেনে নিয়ে দিন গুলো কাটিয়ে দিয়েছে সামনের মানুষ গুলোর খুশি করার জন্য..ছোটো বেলায় মা প্রিয় হলেও একটা ছেলে একটা সময় বড়ো হওয়ার পর সমাজের নিয়মে চলতে গিয়ে ধাক্কা খেয়ে বাঁচতে গিয়ে একটা সময় এসে বাবার জায়গা টা ধীরে ধীরে বুঝতে পারে আর তখন গিয়ে মনে হয় কতটা ভুল বুঝে গেছে সারাজীবন... সত্যি কখনো সাহস হয়নি,বলা হয়নি বাবা আমি তোমাকেও খুব ভালোবাসি,আমার সমস্ত ভুল গুলো ক্ষমা করে দিও🥺🥹😭😭
আমরা যেভাবে ভাবি সেইভাবে কোনদিন কিছুই হয় না
আসলে আমরা যেভাবে ভাবি সেইভাবে কোনদিন কিছুই হয় না তবুও সারাজীবন কিছু একটা পাওয়ার জন্য নিজেকে শেষ করে দেই আর ভুলে যায় নিজেকে একটা সময় পর দেখা যায় সবাই স্বার্থপর নিজের জায়গা টা শক্ত হয়ে উঠতেই সবাই বদলে যায়।।আর আমরা নিজেকে ভেঙে ফেলি সামনের মানুষ টাকে সফল মানুষ তৈরি করতে।।।নিজেকে ধ্বংস করতে।।।শেষে গিয়ে আমার মতো অনেকেই স্বার্থপর হয়ে উঠে কিন্তু ততদিনে অনেক মূল্যবান সময় শেষ করে ফেলি...যেদিন হাল ছেড়ে দেওয়া হবে সেইদিন সেগুলো আমার সামনে এসে বার বার ধরা দেবে,আসলে ততদিনে সেই জিনিস টার মোহ থেকে মুক্তি পাওয়া হয়ে গেছে অথবা এটাও হতে পারে সেই জিনিস গুলোর মূল্য ঠিক ওই সময় গুলোতেই ছিলো যেটা এই সময়ে আর নেই তাই একটা সময় পর ঐ জিনিসটা আমার হলেও আগের মতন করে আর মূল্য থাকে না।।।এটাই নাকি জীবন কেন এমন তা আমি জানিনা আমার প্রশ্ন হলো ওই সময় গুলো তে যদি পেয়ে যেতাম তাহলে কি আমার ওই ছোট্ট ছোট্ট খুশি গুলোর জন্য পৃথিবী ধ্বংস হয়েও যেতো...? 🥺
Saturday, 8 February 2025
আজকে ৮ই ফেব্রুয়ারি প্রস্তাব দেওয়ার দিন!
আজকে ৮ই ফেব্রুয়ারি প্রস্তাব দেওয়ার দিন!
মানে মর্ডান শিক্ষিত রা যাকে Propose Day বলে.. সবাই বলছে হ্যাপি প্রপোজ ডে
আচ্ছা যে আজকে কাউকে প্রপোজ করবেনা তাদের কাছে হ্যাপি কি করে হবে!আর প্রপোজ করলেও সামনের মানুষটা যে সেটা মেনে নেবে সেটার কি নিশ্চয়তা আছে তাহলে কার কাছে হ্যাপি হবে আজকের Propose Day টা।মোদ্দা কথা এটা কেউ বলতেই পারেনা যে আজকে Happy Propose Day কারণ ঘটনা টা ঘটার আগে কেউ এটা বিচার করতে পারে না যে আজকের এই প্রপোজ ডে টা হ্যাপি হবে কি না!সব শেষে একটা প্রশ্ন আছে যেটার উত্তর তোমরাই দিও যে প্রপোজ কি সবসময় ছেলেদের কেই কেন করতে হবে! একটা মেয়ে এসে দায়িত্ব নিয়ে বলতেও তো পারো I Love You❤️
Thursday, 6 February 2025
কি পেলাম..?
হয়তো হারিয়েছ কিছু কিন্তু পেয়ে যাবে অনেক ভালো কিছু।।।যেটা আমি কখনো বুঝতে পারিনা হয়তো বুঝতে চাইনা।।মেনে নিতে পারিনা।।যেদিন পারবো সেদিন হয়তো সত্যি সব মায়া মোহ থেকে মুক্তি পাবো।
একটা নেগেটিভ চিন্তা তোমার সারাদিনের সুস্থ মস্তিষ্ক কে অসুস্থ করে দিতে পারে।
একটা নেগেটিভ চিন্তা তোমার সারাদিনের সুস্থ মস্তিষ্ক কে অসুস্থ করে দিতে পারে।এই রকম খারাপ চিন্তা গুলো তোমরা মাথায় যে কেউ দু'একটা কথা তেই এনে দিতে পারে সেটা তোমার আপনজন হতে পারে তোমার কাছের মানুষ হতে পারে বা তোমার পরিবার এর কেউও হতে পারে।তুমি কোন পরিস্থিতিতে আছো কতটা কিভাবে কোন অবস্থায় আছো,তারা হয়তো এইটা বিচার না করেই ঐ খারাপ চিন্তা গুলো তোমরা মাথায় দিয়ে চলে যেতে পারে নিমেষে।এখন কথা হচ্ছে আমি এগুলো কে এড়িয়ে যেতে চাই,ভুলে থাকতে চাই!কিন্তু এগুলো থেকে যতই দূরে চলে গিয়ে থাকি না কেন একটা সময়ে র পর এগুলো কে সামনা-সামনি মোকাবিলা করতেই হয়।এখানে আমার গভীর মনের প্রশ্ন হচ্ছে এই চিন্তা গুলো কে আর কিভাবে পুরো পুরি নির্মুল করে মুক্তি পাওয়া যায়।???
Tuesday, 4 February 2025
বলেছিলাম..
বলেছিলাম তুই পালাবি!
অন্য বাসা ঠিক খুজে নিবি.."
ক্ষনীকের গভীর সম্পর্ক
জানতাম তুই
নিশ্চই হারাবি..
সময় টা খুব দামী
আপনারও ও আমারও!
তাই সেটা ফালতু নষ্ট করতে চাইনা,
যদি মনে হয় আমি আপনার কোনো সাহায্যে আসতে পারি!
অবশ্যই জানাবেন পুরো পুরি চেষ্টা করবো সঠিক ভাবে।
নিজেকে যত একা রাখা যায়,
ততই মানুষ কে চিনতে সুবিধা হয়!
সে ভালো মানুষ হোক কিম্বা খারাপ।যত বয়স বাড়ে ততই মানুষ তোমাকে একা থাকতে বাধ্য করে!
কেন বলতো?
কারণ জীবন তোমাকে বারবার এটা শেখায় যে তুমি পৃথিবীতে একা ই এসেছিলে..
Subscribe to:
Posts (Atom)