Friday, 28 February 2025

সত্যি সাহস হয়নি তাই বলা হয়নি

বাচ্চা ছেলেটা যতদিন ছোট্ট থাকে ততদিন মা.. মা... করে,মায়ের কাছেই থাকে যতসব আদর,যত্ন,আবদার অভিমান, রাগ,ভালোবাসা সমস্ত রকমের অনুভূতি গুলো।। স্কুলে বকা খেয়েছে মায়ের কাছে কান্নাকাটি, খেলতে গিয়ে ব্যথা পেয়েছে মায়ের কাছে দৌড়ে এসে জড়িয়ে ধরে যতসব অভিযোগ সরঞ্জাম সাজিয়ে গুছিয়ে থাকে।বাবা বকা দিয়েছে মায়ের আঁচলে মুখ ঢাকিয়া ফুপিয়ে কান্নাকাটি।।যেন সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড এর সমস্যা থেকে মুক্তি পেতে একমাত্র স্থান ওই একটা জায়গা।মায়ের কোল🤱🏻।।আসলে এগুলো কতটা সত্যি সেটা পৃথিবীর সমস্ত ভাষা সমস্ত শব্দ দিয়ে প্রকাশ করা যায় না!কিন্তু ওই ছোট্ট ছেলেটা যতদিন যায় বড়ো হতে হতে একদিন ভয় পাওয়া বাবা কে চিনতে পারে যে যে সারাজীবন মাথার উপর ছাদ হয়ে দাড়িয়ে ছিল কত ব্যথা কত কষ্ট ঝড় বৃষ্টি রোদ মহামারী পরিস্থিতি থেকে আগলে রেখেছে.. বড়ো হওয়ার সাথে সাথে বুঝতে পারে বাবার ভেতরের কষ্ট গুলো যেগুলো জমিয়ে জমিয়ে হাসি মুখে কখনো বুঝতেই দেয় নি ভেতরে কোন অন্ধকার জমে জমে নিজের দায়িত্ব গুলো মেনে নিয়ে দিন গুলো কাটিয়ে দিয়েছে সামনের মানুষ গুলোর খুশি করার জন্য..ছোটো বেলায় মা প্রিয় হলেও একটা ছেলে একটা সময় বড়ো হওয়ার পর সমাজের নিয়মে চলতে গিয়ে ধাক্কা খেয়ে বাঁচতে গিয়ে একটা সময় এসে বাবার জায়গা টা ধীরে ধীরে বুঝতে পারে আর তখন গিয়ে মনে হয় কতটা ভুল বুঝে গেছে সারাজীবন... সত্যি কখনো সাহস হয়নি,বলা হয়নি বাবা আমি তোমাকেও খুব ভালোবাসি,আমার সমস্ত ভুল গুলো ক্ষমা করে দিও🥺🥹😭😭

No comments:

Post a Comment