Friday, 28 February 2025

আমরা যেভাবে ভাবি সেইভাবে কোনদিন কিছুই হয় না

আসলে আমরা যেভাবে ভাবি সেইভাবে কোনদিন কিছুই হয় না তবুও সারাজীবন কিছু একটা পাওয়ার জন্য নিজেকে শেষ করে দেই আর ভুলে যায় নিজেকে একটা সময় পর দেখা যায় সবাই স্বার্থপর নিজের জায়গা টা শক্ত হয়ে উঠতেই সবাই বদলে যায়।।আর আমরা নিজেকে ভেঙে ফেলি সামনের মানুষ টাকে সফল মানুষ তৈরি করতে।।।নিজেকে ধ্বংস করতে।।।শেষে গিয়ে আমার মতো অনেকেই স্বার্থপর হয়ে উঠে কিন্তু ততদিনে অনেক মূল্যবান সময় শেষ করে ফেলি...যেদিন হাল ছেড়ে দেওয়া হবে সেইদিন সেগুলো আমার সামনে এসে বার বার ধরা দেবে,আসলে ততদিনে সেই জিনিস টার মোহ থেকে মুক্তি পাওয়া হয়ে গেছে অথবা এটাও হতে পারে সেই জিনিস গুলোর মূল্য ঠিক ওই সময় গুলোতেই ছিলো যেটা এই সময়ে আর নেই তাই একটা সময় পর ঐ জিনিসটা আমার হলেও আগের মতন করে আর মূল্য থাকে না।।।এটাই নাকি জীবন কেন এমন তা আমি জানিনা আমার প্রশ্ন হলো ওই সময় গুলো তে যদি পেয়ে যেতাম তাহলে কি আমার ওই ছোট্ট ছোট্ট খুশি গুলোর জন্য পৃথিবী ধ্বংস হয়েও যেতো...? 🥺

No comments:

Post a Comment