Tuesday, 4 February 2025

বলেছিলাম..

বলেছিলাম তুই পালাবি!
অন্য বাসা ঠিক খুজে নিবি.."
ক্ষনীকের গভীর সম্পর্ক
জানতাম তুই
নিশ্চই হারাবি..
সময় টা খুব দামী 
আপনারও ও আমারও! 
তাই সেটা ফালতু নষ্ট করতে চাইনা,
যদি মনে হয় আমি আপনার কোনো সাহায্যে আসতে পারি!
অবশ্যই জানাবেন পুরো পুরি চেষ্টা করবো সঠিক ভাবে।
নিজেকে যত একা রাখা যায়,
ততই মানুষ কে চিনতে সুবিধা হয়!
সে ভালো মানুষ হোক কিম্বা খারাপ।যত বয়স বাড়ে ততই মানুষ তোমাকে একা থাকতে বাধ্য করে!
কেন বলতো?
কারণ জীবন তোমাকে বারবার এটা শেখায় যে তুমি পৃথিবীতে একা ই এসেছিলে..

No comments:

Post a Comment