Tuesday, 3 December 2024

নিখুঁত সম্পর্ক বলে কিছু নেই!

 নিখুঁত সম্পর্ক বলে কিছু নেই!সে যে রকম ই সম্পর্ক হোক না কেন..সম্পর্ক মানে এই টা কখনো হতে পারে না,যে সেখানে শুধু সুখ থাকবে,আনন্দ থাকবে,কোনো অশান্তি ঝামেলা হবে না,কোনো কটুবাক্য হবে না।আসলে মানুষ তো রাগ অভিমান আসবেই আর সেই রাগে সেই ঈর্ষা ই খারাপ কথা চলে আসবেই!সবাই তো আর সিদ্ধ সাধু নয় যে কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য সব ষড়রিপু নিয়ন্ত্রণ করে নিয়েছে সংযম হয়ে গেছে।আর সাধু সন্ত রা সংসার করে না,তারা যদি সত্যিই নিয়ম করে সংসার ধর্ম পালন করতো তাহলে তারা সাধু থেকে সাধারণ মানুষ হতে খুব বেশি সময় লাগতো না।।একটা সম্পর্ক শুধু সুমধুর হাসিখুশী হুল্লোড়ে আবদ্ধ থাকবে সেটাই বা আর কোন জায়গায় আছে বলো?তুমি যদি মনে করো পছন্দের মানুষ টার সাথে থাকলে শুধু সুখ ই থাকবে আনন্দ ই থাকবে তাহলে তুমি বোকার হদ্দ মূর্খের ঔদ্ধত্য,সুন্দর সম্পর্ক বলে কিছু হয় না আর যদি সব কিছু সুন্দর নিখুঁত হয়ে যায় সেটা সম্পর্ক হতে পারে না সেখানে শুধু অভিনয় আছে আর তুমি মায়াতে আবদ্ধ আছো বাইরে টা আবেগের দুর্যোগ এ আছো বুঝতে পারবে খুব শিগগিরই।

অই জন্যই অনুপম রায় বলেছেন

❝কার বাড়ি ঘর অক্ষত আমায় তুমি নিয়ে চলো❞

No comments:

Post a Comment