Saturday, 28 December 2024
তাই ভাবছি এটা তো আমার অতীত ছিল।
Thursday, 26 December 2024
মানুষ, ভালোবাসা, টাকা,অহংকার, জীবন, অভিশাপ
বাংলা
Wednesday, 25 December 2024
তৈরি থেকো..
Monday, 23 December 2024
প্রকৃতি আমাকে সাজিয়ে রাখে
Thursday, 12 December 2024
আমি যা চাই তাই পাই
manifestation is real
Sunday, 8 December 2024
সময়ে র পরিবর্তন হয় সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড এ
শুধু মানুষ ই না সমস্ত জীবন্ত কিছুই সময়ের সাথে সাথে সব ভুলে যেতে থাকে মেনে নিতে পারে সেটা রাগ,অভিযোগ, অভিমান, অপমান বা হাসি,খুশী, আনন্দ,সাহায্য যাই হোক না কেন!আজকে যেটা তোমার প্রিয় কাল নতুন এর আগমনের প্রভাবে প্রভাবিত করবেই আর পুরনো আরও অতীত হয়ে যাবে।।যেমন করে একটা আস্ত গাছটি ঝরে যাওয়া পাতা কে ভুলে যায় নতুন পাতার আগমনে...এটাই নিয়ম তা নয় এমন করেই তৈরি করা আছে শুধু পৃথিবী না সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড এর যতসব রচনা..
Saturday, 7 December 2024
জীবন টা শেষ হওয়ার কিছুক্ষণ
আমরা বিশ্বাস করি জীবন মূল্যবান,কিন্তু সেটা বুঝতে এতোটাই সময় লেগে যায় যে যখন জীবন চলছে তখন তার গুরুত্ব দিই না,আমার মনে হয় যে শেষ নিঃস্বাস ছাড়ার কিছুক্ষণের মধ্যে সেই গুরুত্ব টা বুঝতে পারে যে আরও একটু বাঁচা গেলে ভালো হতো না!?সেটা যতই অসত্য হোক যতই কষ্টকর হোক যতই মায়াবী হোক যতই সংগ্রামের হোক দিন শেষে সেটাই অনেক সুন্দর বলে মনে হতো...
Tuesday, 3 December 2024
নিখুঁত সম্পর্ক বলে কিছু নেই!
নিখুঁত সম্পর্ক বলে কিছু নেই!সে যে রকম ই সম্পর্ক হোক না কেন..সম্পর্ক মানে এই টা কখনো হতে পারে না,যে সেখানে শুধু সুখ থাকবে,আনন্দ থাকবে,কোনো অশান্তি ঝামেলা হবে না,কোনো কটুবাক্য হবে না।আসলে মানুষ তো রাগ অভিমান আসবেই আর সেই রাগে সেই ঈর্ষা ই খারাপ কথা চলে আসবেই!সবাই তো আর সিদ্ধ সাধু নয় যে কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য সব ষড়রিপু নিয়ন্ত্রণ করে নিয়েছে সংযম হয়ে গেছে।আর সাধু সন্ত রা সংসার করে না,তারা যদি সত্যিই নিয়ম করে সংসার ধর্ম পালন করতো তাহলে তারা সাধু থেকে সাধারণ মানুষ হতে খুব বেশি সময় লাগতো না।।একটা সম্পর্ক শুধু সুমধুর হাসিখুশী হুল্লোড়ে আবদ্ধ থাকবে সেটাই বা আর কোন জায়গায় আছে বলো?তুমি যদি মনে করো পছন্দের মানুষ টার সাথে থাকলে শুধু সুখ ই থাকবে আনন্দ ই থাকবে তাহলে তুমি বোকার হদ্দ মূর্খের ঔদ্ধত্য,সুন্দর সম্পর্ক বলে কিছু হয় না আর যদি সব কিছু সুন্দর নিখুঁত হয়ে যায় সেটা সম্পর্ক হতে পারে না সেখানে শুধু অভিনয় আছে আর তুমি মায়াতে আবদ্ধ আছো বাইরে টা আবেগের দুর্যোগ এ আছো বুঝতে পারবে খুব শিগগিরই।
অই জন্যই অনুপম রায় বলেছেন
❝কার বাড়ি ঘর অক্ষত আমায় তুমি নিয়ে চলো❞