Saturday, 28 December 2024

তাই ভাবছি এটা তো আমার অতীত ছিল।

আমি তোকে বুঝতাম,
কিন্তু জানতাম না।।
মাঝেমধ্যে ইচ্ছে হত
তোকে সাজাই,
কিন্তু পারলাম না।।
তোর নিষ্পাপ মনের
ইচ্ছে গুলি খুব দামি,
বিশ্বাস কর! 
সেসব পুরন করার সুযোগ আবার তুই পাবি।।
আমি যে পাপী একজন
তাই আরো পাপের বোঝা নিতে
পারলাম না আমি।
তোকে না হারানোর ভুল টাই
আজ তোকে হারাতে সাহায্য করল।।
তাই ভাবছি এটা তো আমার অতীত ছিল।

No comments:

Post a Comment