Thursday, 12 December 2024

আমি যা চাই তাই পাই

আমি যা চাই ইউনিভার্স আমাকে তাই দেয়,একদিন আমিও রাজা হবো,কোনো স্বৈরাচারী অহংকারী ভ্রষ্টাচারী রাজা নয়।আমি একজন আদর্শ রাজা হবো, মানুষের মন জয় করবো।সবাই দূর থেকেই আমাকে ভালোবাসবে আমার জন্য প্রার্থনা করবে যে পৃথিবীর সমস্ত নতুন প্রজন্ম যেন আমার মতো হয়ে উঠে।একদিন আমার মা বাবা ও গর্ব করে বলে কোনো জন্মের পুণ্যের ফলে আমার মতো একজন কে জন্মদিতে পেড়েছি।

No comments:

Post a Comment