Wednesday, 25 December 2024

তৈরি থেকো..

তৈরি থেকো
একদিন ঠিক
পালিয়ে যাব চলে।
তোমায় ঘুম পারিয়ে
হারিয়ে যাব হটাত
 কিছুনা বলে।
ঘুমিয়ে থাকার
অভিনয় টা জতই
তুমি করবে!
একদিন তো আমার আদুরে
তোমার চোখ
বুজিয়ে দেবে।।

No comments:

Post a Comment