শুধু মানুষ ই না সমস্ত জীবন্ত কিছুই সময়ের সাথে সাথে সব ভুলে যেতে থাকে মেনে নিতে পারে সেটা রাগ,অভিযোগ, অভিমান, অপমান বা হাসি,খুশী, আনন্দ,সাহায্য যাই হোক না কেন!আজকে যেটা তোমার প্রিয় কাল নতুন এর আগমনের প্রভাবে প্রভাবিত করবেই আর পুরনো আরও অতীত হয়ে যাবে।।যেমন করে একটা আস্ত গাছটি ঝরে যাওয়া পাতা কে ভুলে যায় নতুন পাতার আগমনে...এটাই নিয়ম তা নয় এমন করেই তৈরি করা আছে শুধু পৃথিবী না সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড এর যতসব রচনা..
No comments:
Post a Comment